সংবাদ একলব্য, নাজিরঞ্জ, ২৭শে সেপ্টেম্বর ২০১৯ঃ মানুষের স্মৃতি প্রতিনিয়ত পরিবর্তনশীল, আর প্রতিদিন যুক্ত হয় নানা প্রকার ভালো মন্দ স্মৃতি। কিন্তু তাঁর পরেও প্রত্যেকের জীবনের শৈশবের ঘটনাগুলো যেন একেকটা অন্যরকম ইতিহাস। অনেক চাওয়া পওয়ার বিশেষ কিছু জোড়ালো স্মৃতি লুকিয়ে থাকে এই বাল্যকালে। প্রায় সমস্ত কিছুই অজানা থাকে এই সময়টাতে, বড়রা যদি অবাস্তব কথাকে কে সত্য বলে দাবি করে তাহলে সেটাই যেন ডাহা সত্য বলে মনে হয় এই সময়টাতে। ছোট ছোট ঘটনাকে কেন্দ্র করে তার প্রতি অবাধ বায়না গুলো যে একেকটা অন্যরকম স্মৃতি। ঠিক সেই রকমই একধরণের গল্পকে কেন্দ্র করে নিলম ফিল্ম হাউস প্রোডাকশন আনতে চলেছে ‘ঘুড়ি গাছ’ নামে একটি পুর্ণ দৈর্ঘের সিনেমা।

এই গল্পে অভিনয়ের ভূমিকায় দেখা যাবে বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের “তালনবমী” গল্পকে অবলম্বন করে নির্মিত ছবি ও ২০১৮ সালের জাতীয় পুরষ্কার প্রাপ্ত বাংলা ছবি ‘সহজ পাঠের গপ্পো’ সিনেমার অন্যতম অভিনেত্রী স্নেহা বিশ্বাসকে এবং অপর পক্ষে দেখা যাবে ‘মাহিয়া’, ‘তৃতীয় অধ্যায়’, ‘পেইন্টিং ইন দ্যা ডার্ক’, ‘কমলা’, 'আই সাইড" ইত্যাদি ছবির খ্যাত অভিনেতা সাহেব হালদার কে। ছবিতে শিশু অভিনেতা হিসেবে দেখা যাবে প্রিয়াস দে কে এবং আরও একজনকে ছবির অনন্য ভূমিকায় দেখা যাবে যার নাম হচ্ছে সৌভিক মোদক এছারাও আরও অন্যান্যরা।
ছবির মূল কাহিনী ঘুড়ি উড়ানো গাছকে নিয়ে। যার সম্পর্কে একটি বাচ্চার প্রতি নিয়তই একটি করে প্রশ্নের উদয় হয়। আর এই সকল প্রশ্নের হদিস খোঁজে তার মা-বাবা এমনকি গ্রামের এক শিক্ষিত দাদার কাছে।

এই ছবিতেও স্নেহা বিশ্বাসকে মায়ের ভূমিকায় দেখাযাবে আর বাবার ভূমিকায় দেখা যাবে সাহেব হালদার কে। ছবিতে একটি মুখ্য চরিত্রে  দেখা যাবে সৌভিক মোদককে। 

এই বছরের শেষের দিকে মুক্তি পাবে এই ছবি। তবে বাংলা সিনেমা প্রেমীরা এই ছবিতে দেখতে পাবে অভিনেতা সাহেব হালদার ও অভিনেত্রী স্নেহা বিশ্বাসের এক নতুন জুটি। আশা করা যায় এই জুটি মানুষের মনে এক দাগ ফেলবে।

Copyright তথ্য সংগ্রহ ও কথোপকথনঃ- আছির আলী ও অভিনেতা সাহেব  হালদার