Latest News

6/recent/ticker-posts

Ad Code

কামাখ্যাগুড়ির নতুন ওসিকে সম্বর্ধনা কামখ্যাগুড়ি ভলান্টারি অর্গানাইজেশনের


কামাখ্যাগুড়ি, ২৭ সেপ্টেম্বর :
কামাখ্যাগুড়ি ফাড়িতে পুরনো ওসি আকিব হুসেন বদলির পর নতুন ওসি নয়ন দাস দায়িত্ব গ্রহন করেছেন। নতুন ওসিকে কামাখ্যাগুড়ি ভলান্টারি অর্গানাইজেশনের সদস্য-সদস্যরা পুষ্প স্তবক দিয়ে বরন করে নেন। ওই দিন সংস্থার সভাপতি দীপ ঘোষ ও সম্পাদক পার্থ প্রতীম সাহা বিগত বছর গুলিতে কামাখ্যাগুড়ির বিভিন্ন আগত ওসি মহাশয়দের সঙ্গে কামাখ্যাগুড়ি ভলান্টারি অর্গানাইজেশনের সু-সম্পর্কের কথা এবং পুলিশ প্রসাশন থেকে প্রাপ্ত সহযোগিতা সম্পর্কে সুবিস্তৃত আলোচনা করেন নতুন ওসি নয়ন দাসের সাথে। এই মিলন সংবর্ধনায় উপস্থিত ছিলেন সংস্থার সহসভাপতি কমল ঘোষ, পাব্লিক রিলেশন রিপ্রেজেনটেটিভ রাজিব দেবনাথ, সহ-সম্পাদক শুভ্র চক্রবর্তী সহ অন্যান্যরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code