Latest News

6/recent/ticker-posts

Ad Code

শ্রদ্ধেয় বিদ্যাসাগর মহাশয়ের ২০০তম জন্ম জয়ন্তী পালন করলো ধূমপুর AIDSO


প্রবীর কুমার সেন, ধূমপুর, ২৬শে সেপ্টেম্বর ২০১৯: আজ ২৬ সেপ্টেম্বর ,শ্রদ্ধেয় বিদ্যাসাগর মহাশয়ের ২০০তম জন্মজয়ন্তী পালন করলো AIDSO. ধূমপুর গ্রামের 5 টি জায়গায় বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান করে বিদ্যাসাগর কে শ্রদ্ধা নিবেন করেন। এ বিষয়ে AIDSO এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, এক ভয়ঙ্কর সামাজিক ও সাংস্কৃতিক পরিমণ্ডল ,লোভ লালসা, স্বার্থপরতা, নীতিহীনতা গোটা সমাজকে অক্টোপাসের মত আকড়ে ধরেছে, এই সমাজকে পরিবর্তন করতে দরকার উন্নত চিন্তা, তাই বিদ্যাসাগরের মত মহৎ ব্যক্তিদের স্মরণ করার মাধ্যেমে মানুষের বিবেক বুদ্ধিকে পুনরায় জাগরণের একটা চেষ্টা চলছে, শুধু আনুষ্ঠানিকতা নয়, বিদ্যাসাগরের হৃদয়ের ব্যাথা অনুভব করাই এর মূল উদ্দেশ্য ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code