দিনহাটা বিদ্যাসাগর দ্বিশততম জন্মোৎসব কমিটি  আজ সকাল ৭ টায় বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান করে দিনহাটা শহরে পথ পরিক্রমায় সামিল হন। এই পথ পরিক্রমায় দিনহাটার আপামর মানুষের উপস্থিতিতে এক অন্যমাত্রা লাভ করে।  প্রভাতফেরী শুরুহয় সকাল আট টায় নেতাজী কোচিং সেন্টার (মদন মোহন বাড়ী)থেকে।নেতাজী রোড হয়ে বলরামপুর রোড দিয়ে চৌপথি দিয়ে মেইন রোড হয়ে মদনমোহন বাড়ি তেল পাম্পের পাশ দিয়ে এসে নেতাজী কোচিং সেন্টারে শেষ হয়।উপস্থিত ছিলেন শ্রী চন্দন সেনগুপ্ত, শ্রী অসিত কুমার চক্রবর্তী, শ্রী শিবু শর্মা, বিশ্বনাথ দেব,বীনা মজুমদার,প্রসেনজিৎ ভৌমিক,  মানিক সাহা প্রমূখ। 

এরপর শুরু হয়েছে অঙ্কণ প্রতিযোগিতা। আজ সারাদিন নানান অনুষ্ঠানের মধ্যদিয়ে দিনটি উদযাপন করা হবে বলে জানিয়েছেন সম্পাদক শ্রী উদয় কুমার ভট্টাচার্য।