Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিদ্যাসাগরের দ্বিশততম জন্মোৎসব কমিটির প্রতিযোগিতামূলক অনুষ্ঠান

সংবাদ একলব্য, ১৯ আগস্টঃ  ১৭ আগস্ট দিনহাটার নেতাজী কোচিং সেন্টারে বিদ্যাসাগরের দ্বিশততম জন্মোৎসব কমিটির বৈঠক হয়। এই বৈঠক থেকে গৃহিত সিদ্ধান্ত গুলো হল -
1, আগামী 26শে সেপ্টেম্বর সকাল 7 টায় বিদ্যাসাগরের  প্রতিকৃতিতে মাল্যদান
2, সকাল 7:15 টায় প্রভাত ফেরী
3, সকাল 8:30 টায় অঙ্কণ প্রতিযোগিতা
সকালসাড়ে দশটায় প্রথম অধিবেশনের সমাপ্তি এবং দ্বিতীয় অধিবেশন শুরু দুপুর 2:30 টায়। তারপর দুপুর 2:30 টায় উদ্বোধনী সঙ্গীত, বিদ্যালয় স্তরের ছাত্র ছাত্রীদের দ্বারা প্রতিযোগিতামূলক বক্তব্য ( বিষয় পরে জানানো হবে), সর্বসাধারণের জন্য বিতর্ক সভা ( বিষয়: সভারমতে বাঙালির অতিরিক্ত ইংরেজি মাধ্যম বিদ্যালয় প্রীতি বাংলা ভাষার দীনতার কারণ)


যোগাযোগের স্থান:
1, নেতাজী কোচিং সেন্টার, মদনমোহন পাড়া দিনহাটা ।
2, ইলোরা আর্ট, টেলিফোন এক্সচেঞ্জ রোড দিনহাটা ।
3, কলামন্দির দিনহাটা।
4, রথীন্দ্রনাথ সাহা দিনহাটা
প্রয়োজনে কল করতে পারেন-  9475385787 এই নম্বরে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code