সংবাদ একলব্য, ১৯ আগস্টঃ  ১৭ আগস্ট দিনহাটার নেতাজী কোচিং সেন্টারে বিদ্যাসাগরের দ্বিশততম জন্মোৎসব কমিটির বৈঠক হয়। এই বৈঠক থেকে গৃহিত সিদ্ধান্ত গুলো হল -
1, আগামী 26শে সেপ্টেম্বর সকাল 7 টায় বিদ্যাসাগরের  প্রতিকৃতিতে মাল্যদান
2, সকাল 7:15 টায় প্রভাত ফেরী
3, সকাল 8:30 টায় অঙ্কণ প্রতিযোগিতা
সকালসাড়ে দশটায় প্রথম অধিবেশনের সমাপ্তি এবং দ্বিতীয় অধিবেশন শুরু দুপুর 2:30 টায়। তারপর দুপুর 2:30 টায় উদ্বোধনী সঙ্গীত, বিদ্যালয় স্তরের ছাত্র ছাত্রীদের দ্বারা প্রতিযোগিতামূলক বক্তব্য ( বিষয় পরে জানানো হবে), সর্বসাধারণের জন্য বিতর্ক সভা ( বিষয়: সভারমতে বাঙালির অতিরিক্ত ইংরেজি মাধ্যম বিদ্যালয় প্রীতি বাংলা ভাষার দীনতার কারণ)


যোগাযোগের স্থান:
1, নেতাজী কোচিং সেন্টার, মদনমোহন পাড়া দিনহাটা ।
2, ইলোরা আর্ট, টেলিফোন এক্সচেঞ্জ রোড দিনহাটা ।
3, কলামন্দির দিনহাটা।
4, রথীন্দ্রনাথ সাহা দিনহাটা
প্রয়োজনে কল করতে পারেন-  9475385787 এই নম্বরে ।