দীপ রায়, ১৯ আগস্টঃ পথ দুর্ঘটনায় মৃত একই পরিবারের ৩ জন ও ৯ বছরের ছেলে আহত। আহত আর ও ৭ জন । ঘটনাটি নদীয়া জেলার কোতোয়ালি থানার ভূতপাড়ার । রবিবার রাত আটটা নাগাদ কৃষ্ণনগর হাঁসখালি রোডের ভূতপাড়ার বাস স্টপেজর কাছে ঘটনাটি ঘটে। রবিবার রাতে রুপমালা বিশ্বাস,তার ছেলে ও ১০ বছরের মেয়ে সঙ্গে তার বোনকে নিয়ে প্রতিবেশীর বাড়ি থেকে হেঁটে ফিরছিলেন ।সেই সময়ে কৃষ্ণনগর গামী একটি চার চাকার গাড়ি সজোরে তাদের ধাক্কা মারে ।ঘটনাস্থলেই মৃত্যু হয় মা ও ছেলের। হাসপাতালে রূপমালা বিশ্বাসের বোনের মৃত্যু হয়। উত্তেজিত জনতা গাড়িটি ভাঙচুর করে। ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ।ঘাতক গাড়িটির চালক পলাতক।আজ সকাল ৮ টা থেকে গ্রামবাসীরা আবার অবরোধ শুরু করে রাস্তায় বাম্পার দেওয়ার দাবিতে। বিকেল পাঁচটা নাগাদ প্রশাসনের ও গ্রামবাসীদের সহযোগিতায় বাম্পার তৈরির কাজ শুরু হয় অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊