সংবাদ একলব্য, ২০ অগাস্টঃ বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগুল। সেই গুগুলেই 'ভিখারি' লিখে সার্চ করলেই ভেসে উঠছে পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খানের ছবি। এ নিয়ে নেট দুনিয়া জুড়ে উপহাসের পাত্রে পরিণত হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী। যদিও, প্রযুক্তিবিদরা মনে করছেন গুগুল অ্যলগারিদমের ত্রুটির জন‍্য এরুপ ঘটছে। এনিয়ে চরম অস্বস্তিতে ইমরান। এমনিতেই ভারতের সাথে তিক্ত সম্পর্কের জেড়ে ভারতের মুদ্রাস্ফিতির হার ৮.৯%। ডলারের তুলনায় পাকিস্তান মুদ্রার দাম ঠেকেছে তলানিতে। জিডিপিও ৪% এ দাড়িয়ে। এছাড়াও বিশ্বব‍্যাঙ্ক, চিন ও আরব দেশগুলি থেকে নেওয়া বিপুল পরিমান আর্থিক ঋনের বোঝা ইমরানের সরকারের ওপর। ফলে প্রবল আর্থিক যন্দায় ভুগছে পাকিস্তান। এরমধ‍্যেই এরুপ সমস‍্যাজনিত কারনে অস্বস্তিতে পাকিস্তান।