সংবাদ একলব্য, ২৯ আগস্টঃ "অন্ধ ভূমিগর্ভ হতে শুনেছিলে সূর্যের আহ্বান. প্রাণের প্রথম জাগরণে, তুমি বৃক্ষ, আদিপ্রাণ" - আমাজন-পৃথিবীর ফুসফুস দাবানলে দগ্ধ, কঙ্গো অববাহিকাতেও একই অবস্থা। এমন বিপন্ন সময়ে গাছের গুরুত্বকে সমাজের বুকে ছড়িয়ে দিতে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-গবেষক-অধ্যাপকেরা এগিয়ে এলেন।
আজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপাচার্য শ্রী দেবকুমার মুখোপাধ্যায় । উপাচার্য মহাশয় জানান- 'আজকে ছাত্র-ছাত্রীদের এই উদ্যোগ দেখে আমি মুগ্ধ।' আজ এই বৃক্ষরোপণ কর্মসূচিতে ছাত্রছাত্রীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অধ্যাপকরাও উপস্থিত ছিলেন।