সংবাদ একলব্য, ২৯ আগস্টঃ বিজেপি কোচবিহার জেলা সভাপতি করা হোক নিশীথ প্রামাণিককে- এই বিষয়ে বক্তব্য রাখেন দিনহাটার বিজেপি টিচার্স সেলের কনভেনার শ্রী অমিত দাস। সেই সংবাদ প্রকাশের পরই দলের অভ্যন্তরে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ফলে দলের ভাবাবেগে আঘাত পরে বলে মনে করেন অমিত দাস। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি আমাদের সংবাদ দপ্তরে একটি প্রেস বিবৃতি পাঠান। সেখানে তিনি উল্লেখ করেন-
"আমি অমিত দাস, গতকাল একটা বিবৃতি দিয়েছিলাম যে মাননীয় সাংসদ নিশীথ প্রামানিক কে কোচবেহার জেলার বিজেপি এর জেলা সভাপতি করা উচিত কেননা তিনিই কোচবেহার জেলার রাজনৈতিক পরিস্থিতি কে সামলানো তথা কর্মী সমর্থকদের সঠিক নেতৃত্ব দেয়ার জন্য উপযুক্ত ব্যক্তি এবং এটা শুধু আমার কথা নয় বিজেপির সর্বস্তরের কর্মীসমর্থকদের মনের কথা।আমরা বিগত দিনে দেখেছি সাংসদ নিশীথ প্রামানিক(বিট্টু) এর দাপটে তথাকথিত তৃণমূলের দাপুটে নেতারা নিশীথ প্রামানিকের বশ্যতা স্বীকার করে আত্মসমর্পণ এর মাধ্যমে নিস্তার পেয়ে, গর্তে ঢুকে গেছিলেন।এখন সেই সমস্ত তৃণমূলের নেতারা নিশীথ প্রামানিক মহাশয়কে কোচবিহার জেলায় সাংগঠনিক ভাবে নিষ্ক্রিয় করে রেখেছে তার সুযোগ নিয়ে আবারও আস্ফালন দেখাচ্ছে।দিকে দিকে কর্মীরা বাড়ি ছাড়া পরিবার ছাড়া তাঁদের বাড়িঘর ভাঙচুর হচ্ছে,অজস্র মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়া হচ্ছে।বিজেপির কর্মী সমর্থকেরা এবং তাদের পরিবার নিরাপত্তা হীনতায় ভূগছেন।কোচবিহার জেলার যে কোনো দিকে কান পাতলেই শোনা যাচ্ছে ত্রাহিমাং ত্রাহিমাং(বাঁচান আমাদের, বাঁচান আমাদের)।সেই পরিস্থিতির কোনো ভাবে শিকার আমিও বা আমরাও। সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে কোচবিহার জেলায় 9 টি বিধান সভার প্রত্যেকটিতে যদি বিজেপি কে জিততে হয় তবে মাননীয় নিশীথ প্রামানিক কেই কোচবিহার জেলার বিজেপির সভাপতি বানানো উচিত। এই বক্তব্য আমার অবচেতন মনের মধ্যে যে বিজেপির দলীয় কর্মীদের নিয়ে চিন্তা এবং আবেগ রয়েছে তার থেকেই হয়তো বা বাইরে বেরিয়ে এসেছে। আমার এই বক্তব্য বিজেপির সাংগঠনিক ভাবাবেগকে আঘাত করেছে। আমি শিক্ষক অমিত দাস, যে কোন মূল্যে/ ত্যাগে বিজেপির জয় নিশ্চিত করতে চাই। গতকালকের বক্তব্যের জন্য ক্ষমাপ্রার্থী।"
"আমি অমিত দাস, গতকাল একটা বিবৃতি দিয়েছিলাম যে মাননীয় সাংসদ নিশীথ প্রামানিক কে কোচবেহার জেলার বিজেপি এর জেলা সভাপতি করা উচিত কেননা তিনিই কোচবেহার জেলার রাজনৈতিক পরিস্থিতি কে সামলানো তথা কর্মী সমর্থকদের সঠিক নেতৃত্ব দেয়ার জন্য উপযুক্ত ব্যক্তি এবং এটা শুধু আমার কথা নয় বিজেপির সর্বস্তরের কর্মীসমর্থকদের মনের কথা।আমরা বিগত দিনে দেখেছি সাংসদ নিশীথ প্রামানিক(বিট্টু) এর দাপটে তথাকথিত তৃণমূলের দাপুটে নেতারা নিশীথ প্রামানিকের বশ্যতা স্বীকার করে আত্মসমর্পণ এর মাধ্যমে নিস্তার পেয়ে, গর্তে ঢুকে গেছিলেন।এখন সেই সমস্ত তৃণমূলের নেতারা নিশীথ প্রামানিক মহাশয়কে কোচবিহার জেলায় সাংগঠনিক ভাবে নিষ্ক্রিয় করে রেখেছে তার সুযোগ নিয়ে আবারও আস্ফালন দেখাচ্ছে।দিকে দিকে কর্মীরা বাড়ি ছাড়া পরিবার ছাড়া তাঁদের বাড়িঘর ভাঙচুর হচ্ছে,অজস্র মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়া হচ্ছে।বিজেপির কর্মী সমর্থকেরা এবং তাদের পরিবার নিরাপত্তা হীনতায় ভূগছেন।কোচবিহার জেলার যে কোনো দিকে কান পাতলেই শোনা যাচ্ছে ত্রাহিমাং ত্রাহিমাং(বাঁচান আমাদের, বাঁচান আমাদের)।সেই পরিস্থিতির কোনো ভাবে শিকার আমিও বা আমরাও। সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে কোচবিহার জেলায় 9 টি বিধান সভার প্রত্যেকটিতে যদি বিজেপি কে জিততে হয় তবে মাননীয় নিশীথ প্রামানিক কেই কোচবিহার জেলার বিজেপির সভাপতি বানানো উচিত। এই বক্তব্য আমার অবচেতন মনের মধ্যে যে বিজেপির দলীয় কর্মীদের নিয়ে চিন্তা এবং আবেগ রয়েছে তার থেকেই হয়তো বা বাইরে বেরিয়ে এসেছে। আমার এই বক্তব্য বিজেপির সাংগঠনিক ভাবাবেগকে আঘাত করেছে। আমি শিক্ষক অমিত দাস, যে কোন মূল্যে/ ত্যাগে বিজেপির জয় নিশ্চিত করতে চাই। গতকালকের বক্তব্যের জন্য ক্ষমাপ্রার্থী।"
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊