বাসু দাস, ২৯আগস্টঃ   গতকাল কোচবিহারের ঐতিহ্যবাহী কলেজ এবিএন শীল কলেজ এর পদার্থবিদ্যা বিভাগের নবীন বরন উৎসব অনুষ্ঠিত হয় , এবারে নাম "Epiphany", গত তিন চার সপ্তাহ ধরে তৃতীয় ও দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীরা নিরলস পরিশ্রম করে  অসম্ভব সুন্দর করে তুলেছে অনুষ্ঠানটিকে। অনুষ্ঠানের থিম প্রকৃতি, ম্যাগাজিনটি সবুজ ও নীলে অনবদ্য, আর পরিশেষে "ধনধান্য পুষ্প ভরা .." দিয়ে শুভ সমাপ্তি।
সবথেকে ব্যতিক্রমী অংশ হলো নবীন বরন, গিফট ও মানপত্রের সাথে তাদের দেওয়া হয় একটা করে চারাগাছ । আমলকী, শেগুন ,নিম সহ বিভিন্ন প্রজাতির, এবং শুধ তাই নয় সবার জন্যই চারা বিতরন করা হয়, শিক্ষক শিক্ষিকারাও অতি আগ্রহে গ্রহন করে ।
বিভাগীয় প্রধান  প্রবীর ব্যানার্জী ও officer in charge বিমল কুমার সাহার  এর স্বাক্ষরিত আবেদন পত্রের সৌজন্যে Forest department এর কোচবিহার অফিস হতে চারা গুলো পাওয়া যায় ।  সকলেই খুশি এমন এক উদ্যোগ দেখে । বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে এই উদ্যোগটি অবশ্যই প্রশংসনীয়, নবীনদের উদ্দেশ্যে নবীন চারা প্রদান, সব মিলে একেবারে জমজমাট "Epiphany" 2019, সৌজন্যে তৃতীয় ও দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীরা ।