Latest News

6/recent/ticker-posts

Ad Code

অন‍্যরকম স্বাধীনতা দিবস পালন ওকড়াবাড়ী নব প্রগতি সঙ্ঘের

আরিফ হোসেন, ওকড়াবাড়ী, ১৬ অগাস্ট: একটু অন‍্যরকমভাবে স্বাধীনতা দিবস পালন করলো ওকড়াবাড়ীর নব প্রগতি সঙ্ঘ। স্বাধীনতা দিবসে চারিদিকে যখন সবাই ব‍্যস্ত পতাকা উত্তোলন করে ভারতামাতাকে সম্মান জানাতে তারপর নানান অনুষ্ঠান তখন অন‍্যদিকে প্রতি বছরের থেকেই একদম আলাদাভাবে পালন স্বাধীনতা দিবস। ওকড়াবাড়ীর নব প্রগতি সঙ্ঘ স্বাধীনতা দিবস পালনের পর বৃক্ষরোপন করলেন রাস্তার ধারে। বৃক্ষরোপন কর্মসূচীতে উপস্থিত ছিলেন ওকড়াবাড়ী অঞ্চলের উপপ্রধান, বিশিষ্ট ক্রীড়াবিদ অজিত কুমার বর্মন এছাড়াও আর ও অনেকে। নব প্রগতি সঙ্ঘ বিভিন্ন খেলাধুলার মাধ‍্যমে জেলা থেকে রাজ‍্য স্তরেও সুপরিচিত। নব প্রগতি সঙ্ঘের সেক্রেটারী অজিত কুমার বর্মনের বিনা পারিশ্রমিকে শ্রেষ্ঠ কোচিং এ একাধিকবার খবরের শিরোনামে আসে নব প্রগতি সঙ্ঘ। এনার নেতৃত্বেই এদিন পালিত হয় বৃক্ষরোপন কর্মসূচী। এছাড়াও, উপস্থিত ছিলেন খেলোয়াররা ও ক্রীড়াপ্রেমী অনেকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code