তুষার বর্মন, বাসন্তীরহাট, ১৬ আগস্টঃ ১৫ আগস্ট ভারতবর্ষের ৭৩ তম স্বাধীনতা দিবস উপলক্ষে বাসন্তীরহাট ক্লাব ও পাঠাগারের উদ্যোগে বাসন্তীরহাট কুমুদিনী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ৮ দলীয় এক নক আউট ফুটবল খেলার আয়োজন করা হয়। স্বাধীনতা দিবস উপলক্ষে এই খেলা বাসন্তীরহাট ক্লাব এর এক অন্যতম ঐতিহ্য।
উক্ত খেলায় অংশগ্রহণকারী দলগুলি হল ১.নিগমনগর নিগমা ফুটবল একাডেমি ২.বাসন্তীরহাট ক্লাব ও পাঠাগার ৩.দেওয়ানহাট পূর্বপাড়া ইউনিট ৪.শ্যামা সংঘ ভেটাগুড়ি ৫.বাসন্তীর হাট বি.এস.আর বয়েজ ৬.খেড়বাড়িহাট যুব একাদশ ৭.বামন হাট যুব সংঘ ৮ সাহেবগঞ্জ ভি.সি.। বাসন্তীরহাট ক্লাবের সকল সদস্য ও স্থানীয় মানুষদের সহযোগিতায় এক আনন্দ উৎসাহের মাধ্যমে এই টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।
বিস্তারিত জানুন ভিডিওতে-
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊