অনুপম মোদক,১৬ আগস্টঃঃ নিগমনগর   জয় সন্তোষী  মা  ক্লাবে  ভারতের  73 তম স্বাধীনতা  দিবস   উপলক্ষে   এক  বিরাট রক্তদান  শিবির  অনুষ্ঠিত হলো। রক্ত দান  শিবিরটি অনুুুষ্ঠিত হয় নিগমনগর  জয়  সন্তোষী  মা  ক্লাব ও  দিনহাটা  মহকুমা  হাসপাতালের  সহযোগিতায়।   এদিনের  এই   রক্ত দান  শিবিরে  50 জন   রক্ত  দাতা  স্বেচ্ছায়  রক্ত  দান    করে  ক্লাবের  সদস্য  ছাড়াও  এই  স্থানীয়  এলাকার মহিলা  পুরুষ  মিলে  এই  রক্ত দান  উৎসবে  মেতে  ওঠে   এই রক্ত   দান । 


নিগমনগরে কার্যত  একটি  উৎসব এর  আঁকার  ধারণ করে  এই  রক্ত  দান শিবিরে  বিশেষ  চাহিদা  সম্পূর্ণ  ব্যক্তিও  রক্ত  দান  করে  এক  অনন্য  নজির  গড়ে  ক্লাব সদস্য  সুমন  সাহা  সুবল  আদিত্য  সন্তোষ  বর্মন বলেন,  "সমাজে এই  সব  ভালো  কাজ করতে  পেরে  খুব  ভালো  লাগছে"