উত্তরের গুণী সুজন তপন সাহা 

-শুভাশিস দাশ 


যে সময় টার কথা বলছি সেটা বেশ ক দশক আগের ! তখন দিনহাটায় নাট্য চর্চায় একটা জোয়ার এসেছিল । কোচবিহার জেলার সীমান্ত বর্তী এই মহকুমা শহর দিনহাটায় বসে একজন নাট্য ব্যক্তিত্ব কী ভাবে মধ্যবিত্ত অভাবের মধ্যে থেকে বেরিয়ে এসে নিজেই প্রতিষ্ঠান হয়ে যান এটা দিনহাটার তপন সাহা কে না দেখলে বিশ্বাস করা যাবে না । 
শৈশবেই নাটকের হাতে খড়ি । নিজের একান্ত তাগিদ থেকেই এই নাটকে এসেছেন তিনি । তাঁর নিজস্ব মুক্ত ধারা ক্লাবের নাট্য মঞ্চ থেকে সেই যে শুরু আজ অবধি তা চলছে । তাঁর কথায় নাটকের মধ্যেই খুঁজে পান জীবনের বেঁচে থাকার স্বাদ । অনেক ওয়ার্কশপ করেছেন নাটকের । পুরস্কার এবঙ প্রশংসাও পেয়েছেন অনেক । 
বেশ ক বছর থেকে টেলিফ্লিমের সাথে যুক্ত হয়ে দর্শকদের মন জয় করেছেন এই নাট্য ব্যক্তিত্ব । 
সদালাপী এবঙ সরল জীবন যাপনের মধ্য দিয়ে তপন সাহা এগিয়ে চলেছেন তাঁর লক্ষ্যে । 
নাটক কে ভালবেসে কী ভাবে নিজেই প্রতিষ্ঠান হয়ে যান তা তপন সাহা কে না দেখলে বিশ্বাস করা কঠিন হবে । 
শুধু দিনহাটার মঞ্চ নয় উত্তরবঙ্গ অসম এবঙ বাংলার অনেক জায়গায় অভিনয় করে তিনি অভিনন্দিত হয়েছেন । পঞ্চাশোর্ধ এই নাট্য কর্মী তপন সাহা আরো অনেকদিন মঞ্চ আলোকিত করুন তাঁর নাট্য শৈলী দিয়ে এই শুভ কামনা আমাদেরও ।