শুভেন্দু চক্রবর্তী, ৭ অগাস্টঃ দীর্ঘ প্রতীক্ষার পর কোচবিহারের প্রতিটি স্টাডি সেন্টার এ পৌঁছে গেলো Nios dled, 2017 -2019 শিক্ষাবর্ষের মার্কশিট l 2017 সালে ভারত সরকারের মানবসম্পদ উন্নয়ন দপ্তর সারা ভারতের অপ্রশিক্ষিত শিক্ষকদের দুই বছরের প্রশিক্ষনের ব্যবস্থা করে, এর আওতায় কয়েক লক্ষ অপ্রশিক্ষিত সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা যুক্ত হন l এই প্রশিক্ষণ এর দায়িত্ব দেওয়া হয় মানবসম্পদ উন্নয়ন দপ্তরের আওতায় NIOS ( National institute of open school ), শিক্ষাবর্ষের শুরুতে কিছু জটিলতার সৃষ্টি হলেও পরে তা শুধরে নেওয়া হয় l গত 22শে মে 2019 তারিখে ফলপ্রকাশ হলেও এতো দিন যাবৎ মার্কশিট শিক্ষকরা হাতে পাননি, অবশেষে আজ এই মার্কশিট পাওয়ায় শিক্ষক শিক্ষিকারা খুশি l তবে অনেক শিক্ষক শিক্ষিকার উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার না থাকায় তারা এখনি মার্কশিট হাতে পাচ্ছেন না বলে জানিয়েছে NIOS
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊