শুভেন্দু চক্রবর্তী, ৭ অগাস্টঃ দীর্ঘ প্রতীক্ষার পর কোচবিহারের প্রতিটি স্টাডি সেন্টার এ পৌঁছে গেলো Nios dled, 2017 -2019 শিক্ষাবর্ষের  মার্কশিট l 2017 সালে ভারত সরকারের মানবসম্পদ উন্নয়ন দপ্তর সারা ভারতের অপ্রশিক্ষিত শিক্ষকদের দুই বছরের প্রশিক্ষনের ব্যবস্থা করে, এর আওতায় কয়েক লক্ষ অপ্রশিক্ষিত  সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা যুক্ত হন l এই প্রশিক্ষণ এর দায়িত্ব দেওয়া হয় মানবসম্পদ উন্নয়ন দপ্তরের আওতায় NIOS ( National institute of open school ), শিক্ষাবর্ষের শুরুতে কিছু জটিলতার সৃষ্টি হলেও পরে তা শুধরে নেওয়া হয় l গত 22শে মে 2019 তারিখে ফলপ্রকাশ হলেও এতো দিন যাবৎ মার্কশিট শিক্ষকরা হাতে পাননি, অবশেষে আজ এই মার্কশিট পাওয়ায় শিক্ষক শিক্ষিকারা খুশি l তবে অনেক শিক্ষক শিক্ষিকার উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার না থাকায় তারা এখনি মার্কশিট হাতে পাচ্ছেন না বলে জানিয়েছে NIOS 
দিনহাটার সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের  NIOS এর স্টাডি সেন্টার থেকে  প্রশিক্ষিত  এক প্রাথমিক শিক্ষক শ্রী শুভঙ্কর সোনার জানান তারা এই মার্কশিট পেয়ে উৎচ্ছসিত ও তারা এই মার্ক শিট পেয়ে প্রশিক্ষণের যোগ্যতা অর্জন করলেন l