Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিনহাটা বিবেকানন্দ যুব পাঠচক্রের আয়োজনে একদিবসীয় শিক্ষণ শিবির


সংবাদ একলব্য, ২৩ আগস্টঃ দিনহাটা বিবেকানন্দ যুব পাঠচক্রের আয়জনে আজ সকাল ১১ টা থেকে দিনহাটা নেতাজী শতবার্ষিকী উচ্চবিদ্যালয়ে স্বামী বিবেকানন্দের আদর্শে চরিত্র গঠন ও জীবন গড়ার ব্যবহারিক পদ্ধতি সংক্রান্ত বিষয় নিয়ে এক দিবসীয় যুব শিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো । এদিনের এই শিবিরে স্বামী বিবেকানন্দের জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন অখিল ভারত বিবেকানন্দ মহা মন্ডলের উত্তরবঙ্গের সম্পাদক সুকান্ত কুমার সরকার, অলক কুমার দে, দিনহাটা বিবেকানন্দ যুব পাঠচক্রের সভাপতি শিবব্রত মুখার্জি, সম্পাদক স্বপন কুমার সাহা, শিবু শর্মা, উত্তম সাহা প্রমুখ।
বক্তাগণ তাদের বক্তব্যে দেশের আর্থসামাজিক পরিস্থিতি তুলে ধরে বলেন, তাঁরা জানান- বর্তমান অবস্থার সামনে দাঁড়িয়ে দেশের যুবসমাজ যখন হতাশাগ্রস্থ, সেই সময় তাদের সঠিক পথের নিশানা দেয় স্বামী বিবেকানন্দের মত ও পথ।
গিতালদাহ হাই স্কুল, বাসন্তীরহাট কুমুদিনী হাইস্কুল, দিনহাটা সোনিদেবী জৈন হা স্কুল, দিনহাটা হাইস্কুল, গোপাল নগর হাই স্কুল প্রভৃতি বিদ্যালয় থেকে অসংখ্য ছাত্র অংশগ্রহন করে। 

বিস্তারিত শুনুন ভিডিওতে-

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code