সংবাদ একলব্য, ২৩ অগাস্ট ২০১৯ঃ আজ বেলা ১২টায় DATM-কলেজ, নিউ আলিপুরদুয়ার-এ উদ্বোধন হল যুক্তিবাদী সাংস্কৃতিক সংস্থা, ক্যানিং এর এবং আলিপুরদুয়ার বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থার সহযোগিতায় সাপ, সাপের কামড় চিকিৎসা সংক্রান্ত ২ দিনের শিবিরের শুভ উদ্বোধন হল এবং সাপের কামড়ের উপর একটি মানচিত্র প্রকাশিত হয়। উপস্থিত ছিলেন সুপার ডাঃ চিন্ময় বর্মন, ক্যানিংয়ের ডাঃ সমর রায়, বিজন ভট্টাচার্য, সম্পাদক কৌশিক দে প্রমুখ।
“সাপের কামড়ে আর মৃত্যু নয়” -এই লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপে ১৯৮৬ সাল থেকে কর্মরত সংগঠন যুক্তিবাদী সাংস্কৃতিক সংস্থা। এই বিজ্ঞান সংগঠনের আরাে একটি নতুন পদক্ষেপ, অজানা কামড় (Unknown Bite) থেকে জানা কামর (Known Bite) এর প্রচেষ্টায় প্রকাশিত হল-সাপ ও অন্যান্য প্রানীর কামড়ে-তাৎক্ষণিক রােগ নির্ণয় পদ্ধতি (গাইড লাইন)। হাতে কলমে কাজের অভিজ্ঞতালব্ধ জ্ঞান থেকে“আটটি সুত্র”-লিপিবদ্ধ করা হয়েছে এই ম্যাপে, যার সাহায্যে বাড়িতে বা হাসপাতালে কামড় ও রােগ নির্ণয় অনেকসহজতর হবে।
আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মাননীয় ডাঃ সূবর্ণ গােস্বামী (উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক, আলিপুরদুয়ার)। প্রধান অতিথি ছিলেন মাননীয় ডাঃ চিন্ময় বর্মন (সুপার আলিপুরদুয়ার জেলা হাসপাতাল) আমন্ত্রিত অতিথি ছিলেন মাননীয় ডাঃ সমর রায় (চিকিৎসক ক্যানিং মহকুমা হাসপাতাল)
মাননীয় ড. নির্মলেন্দু নাথ (প্রাক্তন অধ্যক্ষ চিত্তরঞ্জন কলেজ) মাননীয় ডাঃ সজল ভট্টাচাৰ্য্য (চিকিৎসক আলিপুরদুয়ার জেলা হাসপাতাল) মাননীয় ডাঃ যুধিষ্ঠির দাস (চিকিৎসক আলিপুরদুয়ার জেলা হাসপাতাল) এছাড়াও উপস্থিত ছিলেন মাননীয় ডাঃ পার্থপ্রতিম দাস (চিকিৎসক আলিপুরদুয়ার জেলা হাসপাতাল) মাননীয় তপন সেন (বিজ্ঞান কর্মী) মাননীয় শান্তুনু দত্ত (পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ)
প্রমূখ।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊