সংবাদ একলব্য,২০ আগস্টঃ  বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা আরফান নিশো ও অভিনেত্রী মেহজাবিন । তাদেরই দুটি নাটক পতঙ্গ ও খবরওয়ালা এর জন্য গান লিখেছেন মালদার অভিজিৎ লাহিড়ী ও গানে সুর ও কণ্ঠ দিয়েছেন কলকাতার গায়ক অর্পণ কর্মকার। দুটি নাটকই রাফাত মজুমদার রিংকু পরিচালিত ।
রাফাত মজুমদার রিংকু পরিচালিত আর একটি নাটক ফ্রাইড রাইসএর জন্যও গান লিখেছেন অভিজিৎ ও গেয়েছেন গায়ক অর্পণ কর্মকার।
নাটকের গান গুলো মানুষের হৃদয় ছুয়ে ছে।
খুব শীঘ্রই গান গুলির মিউজিক ভিডিও বের করা হবে। পতঙ্গ নাটকের গানটি হলো "পরী তুই"। খবর ওয়ালা নাটকটির গানটি হলো "আজও খোঁজে তাকে মন"।
ফ্রাইড রাইস নাটকটির জন্য গান দুটি হলো পাগল করে আমাকে ও কত ফুল ঝরে যায়। নাটকের গানগুলো এতটাই ভালো লেগেছে সকলের যে সকলেই অপেক্ষারত কবে গানগুলি মিউজিক ভিডিও আকারে আসবে।
নাটকগুলি দর্শকদের মন জয় করে নিয়েছে।মাত্র ৫ দিনেই প্রতিটি নাটকের ভিউ ৩ লক্ষেরও বেশি হয়ে গিয়েছে ।
নাটকগুলোর সাথে কাজ করতে পেরে খুব খুশি অভিজিৎ লাহিড়ী ও অর্পণ কর্মকার।
পতঙ্গ নাটকে আরফান নিশো ও মেহজবিন ব্যাতিক্রমী অভিনয় করেছে। মেহজাবিনের পাগলের অভিনয় এতটাই জীবন্ত যে অনেক দর্শককে ই তা কাদিয়েছে।  নাটকটি তারাশঙ্কর বন্দোপাধ্যায় এর গল্পের ছায়া অবলম্বনে তৈরি।  পরিচালকের সুনিপুণ পরিচালনায় পতঙ্গ নাটকটি হয়েছে অসামান্য। মেহজাবিন ও আরফান নিশো র অভিনয় ভালো লেগেছে সকলের।
পতঙ্গ নাটকটি Ring id নিবেদিত, ring media ইউটিউব চ্যানেল প্রকাশ পেয়েছে।
খবরওলা নাটকটিতে বাস্তবতা প্রকাশ পেয়েছে। বর্তমান সমাজে একটি  শিক্ষিত ছেলের চাকরি না পেয়ে খবরের কাগজ বিলি করে জীবন সংগ্রাম দেখানো হয়। পাশাপাশি তার প্রেম ভালোবাসা হারিয়ে যাওয়ার গল্পও দেখানো হয়েছে। নাটকটি SS Entertainment ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ পেয়াছে।
ফ্রাইড রাইস এর গল্পটি একটি প্রেমের গল্প হলেও সমাজের কত নিষ্পাপ মেয়ের রক্তে ভেসে গেছে আমাদের শহর ও আমাদের সমাজ। প্রতিনিয়ত অন্যায় হয়ে চলেছে আপনাদের শহর নগরে, তা দেখানো হয়।এই নাটকটি Sarwar Tube ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ পেয়াছে।
তিনটি নাটক ও গান গুলির জন্য আমাদের পত্রিকার পক্ষ থেকে রইলো অনেক শুভেচ্ছা ।
গানগুলি স্ক্রিপ্ট ও নাটকের বিষয় বস্তুর সাথে পুরোপুরি মানান সই।নাটকে গানগুলোর সুনিপুণ ব্যাবহার পরিচালকের পরিচালনা প্রশংসার যোগ্য। নাটকগুলি এতটাই মনোগ্রাহী যে প্রত্যেকেরই মন ছুয়ে যায়।