সংবাদ একলব্য, ২০ আগস্টঃ গতকাল রাতে চিরনিদ্রায় চলে গেলেন সুরকার খৈয়াম। বলিউডের অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত পরিচালকের প্রয়াণে শোকস্তব্ধ বলিউড। কভি কভি, উমরাও জান, ত্রিশূল ছবিতে খৈয়ামের সুরে মুগ্ধ হয়েছিল সঙ্গীতপ্রেমীরা। মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৩ বছর।
১০ দিন আগে ফুসফুসের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হন মহম্মদ জাহুর খৈয়াম হাসমি। বার্ধক্যজনিতক সমস্যায় দীর্ঘদিন ভুগছিলেন তিনি। রাত সাড়ে ৯টা নাগাদ তাঁর মৃ্ত্যুর কথা ঘোষণা করেন চিকিত্সকরা।
প্রবীন সংগীত পরিচালকের মৃত্যুতে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া। ট্যুইটারে তাঁকে শেষ শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
খৈয়াম সাহাব আমাদের দারুণ সব সুর উপহার দিয়েছেন। দেশ ওঁর প্রতি চিরকৃতজ্ঞ থাকবে। ওঁর সৃষ্টি অমর হয়ে থাকবে। শুধু তাই নয়, নতুন প্রজন্মের প্রতি তাঁর মানবিক ব্যবহারের জন্যও উনি মনে থাকবেন। তাঁর মৃত্যু অত্যন্ত দুঃখজনক।
প্রধানমন্ত্রী ছাড়াও তাঁর মৃত্যুতে ট্যুইটারে শোকজ্ঞাপন করেছেন বহু বিশিষ্ট ব্যক্তিত্ব।
India will remain grateful to Khayyam Sahab for giving us some of the most memorable compositions, which will be remembered forever. He will also be remembered for his humanitarian gestures to support upcoming artists. His demise is extremely saddening.— Narendra Modi (@narendramodi) August 19, 2019
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊