সংবাদ একলব্য, ২০ আগস্টঃ সারারাত দুষ্কৃতিদের তান্ডবে জেগে থাকলো দিনহাটা মহকুমার বাসন্তীরহাট। একাধিক দোকান লুট সহ বোমাবাজির অভিযোগে আজ সকাল হতেই উত্তাল বাসন্তীরহাট। ব্যবসায়ী সমিতি থেকে চলছে পথ অবরোধ।