সংবাদ একলব্য, ৭ আগস্টঃ সেমিস্টার ফী কমানোর দাবিতে দুপুর ১ টা থেকে দিনহাটা কলেজের সামনে অবস্থান বিক্ষোভে বসলো দিনহাটা কলেজের SFI ইউনিট।
দিনহাটা কলেজে অস্বাভাবিক হারে ফি বৃদ্ধি ঘটে চলেছে। যার ফলে সাধারন ছাত্রছাত্রীদের পড়াশুনা চালিয়ে যাওয়া কষ্টসাধ্য হয়ে পরেছে। এর প্রতিবাদে ভারতের ছাত্র ফেডারেশন, দিনহাটা কলেজ ইউনিট, সাধারন ছাত্রছাত্রীদের এই জ্বলন্ত সমস্যা নিয়ে আজ দিনহাটা কলেজের সামনে এই বিক্ষোভ সমাবেশ বলে জানিয়েছেন কনভেনার সঞ্জিব কর্মকার। তাদের দাবী-
১- বর্ধিত সেমিস্টার ফি কমাতে হবে
২- কলেজে বহুদলীয় গনতান্ত্রিক ব্যাবস্থা প্রতিষ্ঠা করতে হবে
৩- বিজ্ঞান ভিত্তিক বিভাগে মাদার রুটিন প্রকাশ করতে হবে
আজ এই অবস্থান বিক্ষোভ থেকে অবিলম্বে কলেজে সেমিস্টার ফি কমানোর দাবি জানায় তারা। ছাত্র নেতৃত্ব জানায় তাদের দাবি গুলো খুব দ্রুত মেনে না নেয়া হলে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।  অবস্থান বিক্ষোভ শেষে ছাত্র নেতাদের একটা প্রতিনিধি দল কলেজের টিচার ইঞ্চার্জের সাথে দেখা করে ৩দফা দাবিতে দাবি সনদ তুলে দেয়।
আজকে এই অবস্থান বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন দিনহাটা কলেজের SFI ইউনিটের কনভেনার আব্দুল মালেক পাটোয়ারি,  সঞ্জিব কর্মকার। এছাড়াও অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৌভিক দে, বুবুনি বর্মন, sfi এর রাজ্য কমিটির সম্পাদক শুভ্রালোক দাস সহ অন্যান্য সদস্য এবং কলেজের ছাত্রছাত্রী।  আজকের এই বিক্ষোভ সমাবেশে কি বললেন কমঃ শুভ্রালোক দাস,শুনতে নিচের লিঙ্কে ক্লিক করুন-