মধুসূদন রায়, ময়নাগুড়ি, ৭ আগস্টঃ ময়নাগুড়ি থেকে জলপাইগুড়ির যে দূরত্ব যেতে সাধারণত আধ ঘন্টা সময় লাগে আজকাল সেই একই দূরত্ব পেরোতে  সময় লাগে প্রায় ৩ ঘন্টা। ময়নাগুড়ির ২৭ নম্বর  জাতীয় সড়কের  বেহাল দশার জেড়ে এই অবস্থার সৃষ্টি হয়েছে। ময়নাগুড়ির এই অংশে জাতীয় সড়ক বেশ কয়েকদিন ধরেই খারাপ অবস্থায় ছিল। কিন্তু গত কয়েকদিনের টানা বৃষ্টিতে পরিস্থিতি খুবই শোচনীয় হয়ে দাড়িয়েছে। যার ফলে জলপাগুড়ি থেকে ময়নাগুড়ি হয়ে ধুপগুড়ি পযর্ন্ত এই রাস্তায় ৪০ কিলোমিটার পযর্ন্ত  ঘন্টায় প্রায় কয়েক হাজার গাড়ি দাঁড়িয়ে থাকছে। সমস্যা মেটাতে ময়নাগুড়ি, ধুপগুড়ি ও কোতয়ালি থানার পুলিশ  একসঙ্গে কাজ চালালেও পরিস্থিতির উন্নতি হচ্ছে না।