আনারুল ইসলাম প্রামাণিক, ধূপগুড়ি,১৮ আগস্টঃ  অনুর্ধ উনিশ বিভাগের জাতীয় স্তরের কাবাডি প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গ রাজ্য দলের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে ঝাড়আলতা 1 নং অঞ্চলের অন্তর্গত ডাউকিমারী ডি. এন উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রী সঙ্গীতা রায়। 
সেই উপলক্ষে শনিবার ধূপগুড়ি ইচ্ছেডানা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের তরফ থেকে একটি ছোট অনুষ্ঠানের মাধ্যমে তাকে সংস্থার পক্ষ থেকে উৎসাহ দান সহ শুভেচ্ছা জানানো হয়, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক খগেন্দ্রনাথ অধিকারী প্রাক্তন শিক্ষক ,শিক্ষক  সুপ্রিয় গুহ, শিক্ষক বিক্রম চক্রবর্তী, প্রধান মমতা রায়, মহাসংঘের সম্পাদিকা সন্ধ্যা রায়, সঙ্গীতার  পিতা -মাতা অন্যান্য শিক্ষকগণ, বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা সহ ইচ্ছেডানার সদস্য ও সদস্যারা প্রমুখ।