Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিষাদ-অনিমেষ সরকার


বিষাদ
অনিমেষ সরকার

একদিন অল্প অল্প করে শরীরের সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ কেটে বাদ রেখে দিতে শিখে যাই আমরা।নিস্তেজ হয়ে আসা বেশাখীর সাথে তুলনা টানি আষাঢ়ের অন্ধকারের। নিজেকে খুন করা খুবলে আনা চোখ, বুকের উপর অনবরত মশাল জ্বালিয়ে খুঁড়ে দেখা।জমির নীচে দিন দিন ধসে যাওয়া শহরটাকে খুব দেখতে ইচ্ছে করে।মূর্তির ভরাট যৌবন ছেড়ে এসে দাঁড়াই।প্রতিপল একটা একটা করে শরীর থেকে আয়না খসে পড়ে।


সবথেকে সোজা নিজের সোজাসুজি দাঁড়িয়ে পুরুষাঙ্গ কেটে বাদ দিয়ে দেওয়া।আর চুপচাপ থম মেরে দেখা অস্তের আগে কত প্রকারের মেঘেরা হানা দেয়।

এখন প্রতিটি জামা গোছাতে গোছাতে বিষাদ নেমে আসে। নিজের সমস্ত খাঁজ দেখি। কী করে বলি বলো!আমার বুকের ভেতর নদীটায় শুধুই তুমি বয়ে চলেছো!বারবার বলি হাজারবার বলি। যতবার ভালোবাসার কথা আসবে ভালো রাখার কথা আসবে তোমার নাম উজ্জল হয়ে উঠবে....



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code