দিনহাটায় গাড়ি থেকে আচমকাই বেড়োলো ধোঁয়া! আতঙ্কের ঘনঘটা
যাত্রীবাহী একটি চার চাকার গাড়ির ব্যাটারির সংযোগ থেকে ধোঁয়া বের হওয়াকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ালো দিনহাটা শহরের পাঁচমাথা মোড়ে এলাকায়। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। যদিও চালকের তাৎক্ষণিক তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল দিনহাটা পাঁচমাথা মোড় এলাকা।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, এদিন দুপুরে গোসানি রোড হয়ে একটি চার চাকার গাড়ি দিনহাটা শহরের পাঁচ মাথা মোড়ে এসে থামে। হঠাৎই গাড়ি থেকে প্রবল বেগে ধোঁয়া বের হতে থাকে। জনবহুল এলাকায় এ ঘটনায় পথ চলতি মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।। তারা ছোটাছুটি শুরু করে। খবর দেওয়া হয় দমকল কর্মীদের। কিন্তু দমকল আসার আগেই চালাক গাড়ির ব্যাটারির তারটি খুলে দেওয়াতে ধোঁয়া বের হওয়া বন্ধ হয়ে যায়।
প্রসঙ্গত উল্লেখ্য, দিন কয়েক আগে এভাবেই কোচবিহার তোর্সা ব্রিজের মাঝে শর্ট সার্কিট থেকে আগুন লেগে একটি গাড়ি পুড়ে যাওয়ার ঘটনা ঘটে। এদিন ওই জনবহুল স্থানে গাড়িটিতে আগুন লাগলে বড়সড়ো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারতো এমনটাই মনে করছেন ওয়াকিবহাল মহল। তাদের অভিমত, প্রকৃতপক্ষে এইসব গাড়িগুলির রাস্তায় চলাচলের সঠিক ফিটনেস রয়েছে কিনা তা খতিয়ে দেখা দরকার।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊