অন্বেষিকা দাস, কোচবিহার, ১৮ আগস্টঃ  শুধু কেক কেটে জন্মদিন পালন নয় প্রতিবন্ধী শিশুদের মুখে অন্ন তুলে জন্মদিন পালন করল কোচবিহার নাট্যসংঘ এলাকার তরুণ শুভদ্বীপ সাহা। গতকাল তার    জন্মদিন উপলক্ষে কোচবিহারের রেলঘুমটি এয়ারপোর্ট সংলগ্ন জেলা সরকারি ব্লাইন্ড বিদ্যালয়ে সমস্ত ছাত্রদের নিয়ে এক অভিনব জন্মদিন পালন করল। কেক কাটার মুহূর্তে প্রতিবন্ধী শিশুরা 'মঙ্গলদ্বীপ জ্বেলে' গান গেয়ে সকলকে বিস্মিত করে দিয়েছে। 
শুভদ্বীপ সাহা জানিয়েছেন সকলের জন্য মধ্যাহ্ণ ভোজের আয়োজন করেছিল ওদের মুখে একটু অন্ন তুলে দাওয়ার যে আনন্দ তিনি নিজেই স্বীকার করেছে এবং বলেছে আমরা যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেই তাহলে প্রতিবন্ধী শিশুরা এক একটি রঙিন দিন উপভোগ করতে পারবে।