সংবাদ একলব্য, ১৯ আগস্টঃ কোচবিহারে বিমান চলাচল নিয়ে আজ মাননীয়া মুখ্যমন্ত্রীর উদ্যেশ্যে কোচবিহার জেলা সমাহর্তার কাছে চিঠি দিলেন একটি সামাজিক সংস্থা 'অশ্বমেধ'। তাদের বক্তব্য- " দীর্ঘদিন ধরে টালবাহনার পরেও কোচবেহার থেকে বিমান পরিষেবা চালু হচ্ছে না, এটা কি রাজ্য এবং কেন্দ্র সরকার উভয়ের ব্যর্থতা নয়!" তাই তাঁরা মুখ্যমন্ত্রীর কাছে জানতে চেয়েছেন-
(1) আমরা কোচবিহারবাসী দুটি রাজনৈতিক দলের বৈরিতার মাসুল গুনব?আর কতদিন এবং কেন? (2)আমরা জানতে চাই বিমান পরিষেবা চালুর কৃতিত্বের ভাগ নিয়ে গন্ডগােলের মাঝখানে সাধারণ মানুষের পরিষেবাকে নিয়ে আসার কি প্রয়ােজন?
সংগঠনের পক্ষ থেকে শ্রী অমিত দাস জানান- 
"যদি কোচবিহার থেকে বিমান পরিষেবা চালু না হয় তবে রাজ্য সরকারের কাছে সাধারণ মানুষের কিছু প্রশ্ন উঠে আসবে। কোচবিহারবাসী তথা ভূমিপুত্রদের আবারও কেন তাদের প্রাপ্য অধিকার সুযােগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে? আর এক্ষেত্রে, রাজনৈতিক নেতারা প্রবঞ্চনা করেছেন সাধারণ মানুষের সাথে সময়ে সময়ে।" তিনি আরও বলেন- "সাধারণ মানুষের বক্তব্য হলো "কয়ে হাজার বার দিদিকে বলােতে ফোন করে সাধারণ মানুষ বলেছেন কোচবিহার থেকে বিমান পরিষেবা স্বাভাবিক করতে" রাজ্য সরকার যেন সহযােগিতা করে, কিন্তু কোনাে এক অজানা কারণে আটকে আছে বিমান পরিষেবা , এতে কি “দিদিকে বলো" ব্যবস্থার উপযােগিতা বা সুবিধা প্রশ্ন চিহ্নের সামনে পড়ছে না?"
সংগঠনের ওপর সদস্য শ্রী দীপায়ন চক্রবর্তী জানান- " আমরা চেয়ার কে বিশ্বাস করি রাজনীতি কে না, তাই বলার মাননীয়া মুখ্যমন্ত্রী কোচবিহার এর Mp হােক বা সেন্ট্রাল মিনিস্ট্রি যার প্রচেষ্টায় হােক -- আমাদের CM যেন সমার্থক ভূমিক নেন - এই আশা অশ্বমেধ রাখে এবং এক্ষেত্রে অশ্বমেধকে মাননীয়া C.M সর্বদা পাশে পাবেন।"