Latest News

6/recent/ticker-posts

Ad Code

ব্রাইট ইউনিটের ৫৭তম সর্বজনীন শ্রীশ্রী দুর্গোৎসব ২০১৯ শুভারম্ভ হল খুঁটি পূজার মধ্য দিয়ে

অন্বেষিকা দাস,পুন্ডিবাড়ীঃ আজ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর শুভলগ্নে পুন্ডিবাড়ী ব্রাইট ইউনিটের ৫৭তম সর্বজনীন শ্রীশ্রী দুর্গোৎসব ২০১৯,শুভারম্ভ হল খুঁটি পূজার মধ্য দিয়ে ।  আজকের এই খুঁটি পূজাকে কেন্দ্র করে ক্লাব সদস্য , সাধারণ মানুষ ও কচিকাচাদের উপস্থিতি শরৎ আকাশ, বাতাসকে মুখরিত করে জানিয়ে দিল ,মা আসছে !
ক্লাব সম্পাদক  শ্রী সঞ্জীব দে জানান,  আমাদের দুর্গোৎসব ৫৮ তম বর্ষে পদার্পণ করল,এবারের বাজেট আনুমানিক ৯লক্ষ টাকা। বিশেষ আকর্ষণ  হিসাবে  থাকছে সম্পূর্ণ শীততাপ-নিয়ন্ত্রিত  থিম “পরীর দেশে” । এছাড়াও থাকছে আকর্ষণীয় আলোকসজ্জা চিত্রকলা ভাস্কর্য প্রদশনী। এবারের পূজা উপলক্ষে মহালয়ার পূ্ণ্যতিথিতে অঙ্কন প্রতিযোগিতা যার রেজিস্টেশন ১লা সেপ্টেম্বর থেকে শুরু হবে। পূজার দিনগুলিতে বস্ত্রদান ,দরিদ্র নারায়ণ সেবা সহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
ক্লাব তথা পূজা কমিটির কোষাধ্যক্ষ শ্রী রানা দে জানান যে,আমাদের এই পূজা শুধু পুন্ডিবাড়ী নয় জেলার অন্যতম সেরা পূজার  মধ্যে একটি।২০২১ আমাদের ক্লাবের হীরক জয়ন্তী বর্ষ,যার পরিকল্পনা ইতি মধ্যে শুরু হয়ে গিয়েছে। প্রতিবারের ন্যায় এবারও  আমাদের পূজা যথেষ্ট নজর কাড়বে বলে আশাবাদী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code