সংবাদ একলব্য, ২৩ অগাস্টঃ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রাপ্ত সাহায্য কোন দেশ কিভাবে দেশের উন্নয়ন এ কাজে লাগাচ্ছে তা পার্যালোচনা করে আন্তর্জাতিক সংস্থা FATF, আজ অস্ট্রেলিয়ায় এরই সমাবেশ অনুষ্ঠিত হয় l এই সংস্থায় কালো তালিকায় অন্তর্ভুক্ত হলো ইমরান খান এর পাকিস্তান l FATF এর অন্তর তদন্তে উঠে এসেছে পাকিস্তান বিভিন্ন আন্তর্জাতিক ব্যাংক ও সংস্থা থেকে যা সাহায্য পেয়েছে তার অধিকাংশ দেশের জনগণের উন্নয়নের কাজে না লাগিয়ে বিভিন্ন সন্ত্রাসবাদী সংস্থাকে সাহায্য করেছে l তাই পাকিস্তান কে কালো তালিকা ভুক্ত করা হয়েছে l এরপর পাকিস্তান কোনো বৈদেশিক আর্থিক সাহায্য পাবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে l
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊