মধুসূদন রায়, ময়নাগুড়ি, ৩১ আগস্টঃ গত ২৮ তারিখ আমাদের নিউজ পোর্টালে প্রকাশিত হয় "৩ বছরের ফুটফুটে ছোট্ট এক প্রান হয়তো বাঁচাতে পারেন আপনি" । প্রীয়ান্সী ভৌমিক, ৩ বছরের ফুটফুটে ছোট্ট এক প্রাণ৷ ঠিকানা— কামারপাড়া, দেবীনগর, ময়নাগুড়ি, জলপাইগুড়ি৷ দিন ১৫ আগে পর্যন্তও হয়তো ভাবেনি এই ছোট্ট ফুলের কুড়িটি ফোঁটার আগেই ঝরে যাবে৷ হ্যাঁ, সে মারণরোগ ব্ল্যাড ক্যান্সারে আক্রান্ত৷ চেন্নাইয়ের Apollo Cancer Institute এ চিকিৎসাধীন৷ পরিবারের একমাত্র রোজগেরে সদস্য তার বাবা কাজ করেন পেট্রোল পাম্পে৷ সংসারে নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা৷ এমতাবস্থায়, তার পরিবার এই বিপুল অর্থ ব্যয় করতে অপারগ৷
আজ জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি নগরের কামারপাড়া, দেবিনগরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত এই ছোট্ট শিশুর পরিবারকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে এগিয়ে এলো ময়নাগুড়ি কলেজের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ।
ময়নাগুড়ি কলেজের ABVP এর অবজারভার অলক রায় ও ময়নাগুড়ি কলেজের ভাইস প্রেসিডেন্ট লোকেশ চন্দ্র সিংহ  জানান দীর্ঘদিন ধরে ব্লাড ক্যান্সারে ভুগছেন ছোট্ট শিশু প্রীয়ান্সি ভৌমিক । 'সংবাদ একলব্যে' সেই ছোট্ট শিশু প্রীয়ান্সি ভৌমিকের কথা শুনে আজকে আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সমস্ত কার্যকর্তারা সাহায্যের হাত বাড়িয়ে দিতে এগিয়ে আসি।
ছোট্ট শিশু প্রীয়ান্সির জন্য  অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে ময়নাগুড়ি কলেজের  সবার  কাছে আর্থিক সাহায্য তুলে ও তার বাবার হাতে তুলে দেন। তারা প্রীয়ান্সির বাবাকে জানান - আগামী দিনে যদি আরও অর্থের প্রয়োজন হয় তবে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে আরও বেশি মানুষের পাশে গিয়ে সাহায্য চেয়ে  যথাযথ সাহায্য করবে।