সংবাদ একলব্য, কোচবিহার, ৩১ আগস্টঃ আজ ছাত্র সংগঠন এ আই ডি এস ও-এর পরিচালনায় তাদের একাদশ রাজ্য সম্মেলনের প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হলো।পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় দশ হাজার ছাত্রদের উপস্থিতিতে প্রকাশ্য সমাবেশ সংগঠিত হলো। আগামীকাল থেকে প্রতিনিধি সমাবেশ শুরু হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের বিভিন্ন নেতৃত্বরা-সৌরভ ঘোষ, পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক এ আই ডি এস ও, কমরেড অশোক মিশ্র, এ আই ডি এস ও সর্বভারতীয় সাধারন সম্পাদক  প্রমুখ।