বাংলা_ভাষা
অঙ্কিত দে
বাংলা ভাষা অনেকটা মায়ের মতো।
মা'কে সব জায়গায় নিয়ে যেতে পারি না,
তবে পৃথিবীর রাস্তাঘাট কিন্তু মায়ের দৌলতেই চেনা।
#মানুষজন
আগে মানুষ হারালে দুঃখ হতো,এখন হারালে
মনে হয় জীবনের একটা পাতা বোধহয় পড়ে ফেললাম।
#হাসি
লোকের উপর হাসা খুব সহজ,
লোক-কে হাসানো ঠিক ততটাই কঠিন ।
#কবিতা
রংতুলির আজ মন খারাপ,
তাই অক্ষর দিয়ে ছবি আঁকছি।
#হারানো
হারিয়ে যাওয়ায় ভয় নেই,
হেরে যাওয়ায় আছে ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊