সংবাদ একলব্য, ১৫ আগস্টঃ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অফিসিয়াল ফেসবুক  পোস্টে অতিথি অধ্যাপকের 'নুন-ভাত'এর আর্জি। আজ পার্থ চট্টোপাধ্যায় স্বাধীনতা দিবস উপলক্ষে নিজের  ফেসবুক ওয়ালে শুভেচ্ছাবার্তা জানাতে একটি পোস্ট করেন। ঠিক কিছুক্ষণের মধ্যেই সেই পোস্টে 'নুন-ভাত'এর আর্জি সহ  কমেন্ট আসতে থাকে পশ্চিমবঙ্গের অতিথি অধ্যাপকদের।শিক্ষামন্ত্রীর উক্ত পোস্টের নব্বই শতাংশ কমেন্ট কেবলমাত্র অতিথি অধ্যাপকদের।প্রায় সবারই আর্জি বা দাবি, “আমরাও নুন-ভাতের স্বাধীনতা চাই”। দীর্ঘদিন থেকে  প্রায় ৮৫০০ অতিথি অধ্যাপক নিজেদের স্থায়ীকরণের  এবং বেতন বৃদ্ধির দাবি  নিয়ে কথা যাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়ের সাথে। কিন্তু তারিখের পর তারিখ  তারিখ গুনতে হচ্ছে এই অল্প বেতনের অতিথি অধ্যাপকদের।গত জুলাই মাসে অতিথি অধ্যাপকদের নজরুল মঞ্চে ডেকে কিছু একটা ঘোষণা করতে চেয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু কোথায়! আজ ১৫ আগষ্ট,স্বাধীনতা দিবস; কথা হয়নি শিক্ষামন্ত্রীর সাথে,না কোনরকম যোগাযোগ। তাই শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে অতিথি অধ্যাপকদের অভিনব পদক্ষেপ, পার্থ চট্টোপাধ্যায়ের অফিসিয়াল ফেসবুক পোস্টে ‘নুন-ভাত’এর আর্জি। গোটা রাজ্যের ৮৫০০ অতিথি অধ্যাপকদের বেতন কোথাও ক্লাসপিছু ১০০টাকা বা ১৫০টাকা,যা মাসের শেষে ৫০০০-৬০০০ টাকার মধ্যেই সীমাবদ্ধ থাকে।অথচ এই অল্প বেতনের অতিথি অধ্যাপকেরাই কোথাও আবার টি.আই.সি(Teacher in charge) হয়ে কলেজ চালাচ্ছেন। অন্যদিকে সমস্ত কলেজেই পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন,ভর্তি সংক্রান্ত কাজ ও অন্যান্য কলেজ-বিষয়ক সমস্ত কাজ করতে হচ্ছে অতিথি অধ্যাপকদের।