আরিফ হোসেন, ওকড়াবাড়ী, ১৫ই অগাস্ট: স্বাধীনতা দিবস উপলক্ষে ওকড়াবাড়ীর নবোদয় গুরুকুল ট্রাস্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বিদ‍্যালয় হলঘরে এবং রাখী বন্ধন উৎসব পালন করে । সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তলন করেন বিশিষ্ট সমাজসেবী সেকেন্দার আলী মহাশয়। উপস্থিত ছিলেন ট্রাস্ট সভাপতি বিপ্লব রহমান এবং সার্কেল সংস্থার সভাপতি আব্দুল রফিক এবং এছাড়াও সার্কেল সংস্থার মূখ‍্য কার্য নির্বাহী আধিকারিক এ. হোসেন। অনুষ্ঠানের আয়োজনের দায়িত্বে ছিলেন নবোদয় গুরুকুল বিদ‍্যাপীঠ ও নবোদয় গুরুকুল কিডজীর প্রধান শিক্ষক আরিফ হোসেন।
অনুষ্ঠানে অংশগ্রহনকারী যেমন ছিল প্রচুর তেমনি দর্শক ছিল চোখে পড়ার মতো। বিদ‍্যালয়ে ছাত্র ছাত্রীরা একে অপরকে রাখী পড়িয়ে রাখি বন্ধন উৎসব পালন করে। প্রধান শিক্ষক আরিফ হোসেন জানান, বিগত কয়েক বছর ধরেই দেশমাতার স্বাধীনতা দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছাত্রছাত্রীদের বিভিন্ন সাংস্কৃতিক বিষয়ে আগ্রহী করে তোলার জন‍্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও, আজকের দিনেই যখন রাখী উৎসব পালনের দিন পড়েছে সেদিক থেকে রাখী বন্ধন উৎসব পালন করে সকলকে একটা বন্ধনে আবদ্ধ করতে পেরে আমরা খুশি। পতাকা উত্তোলন পর্ব শেষ করার পর অনুষ্ঠান আরম্ভ হয়। অনু্ষ্ঠান সঞ্চালনা করেন প্রধান শিক্ষক নিজেই। আবৃত্তি, অঙ্কন ও নৃত‍্য প্রতিযোগিতা ছাড়াও কুই্যজ প্রতিযোগিতাও ছিল।  ট্রাস্ট সভাপতি বিপ্লব রহমান জানান, এই অনুষ্ঠান প্রতি বছর করা হয়। আগামীতে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে যেমন এর থেকে সাহস পাবে প্রতিযোগীরা তাছাড়াও আনন্দ দায়ক। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ‍্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগন ও শিক্ষাকর্মীবৃন্দ এবং অভিভাবক অভিভাবিকারা। অভিভাবক আসাদ আলী জানান, নবোদয় গুরুকুল যেমন শিক্ষার উন্নতির লক্ষ‍্য নিয়ে লড়ে চলছে তেমনি সাংস্কৃতিক দিক থেকেও এরুপ নানা অনুষ্ঠান করে থাকে। আমি সহ সকল অভিভাবক অভিভাবিকাগন খুব খুশি।