নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধান সচিবের পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন নৃপেন্দ্র মিশ্র। প্রধানমন্ত্রী স্বয়ং তাঁকে দু'সপ্তাহ এই পদ সামলানোর অনুরোধ করেছেন। প্রধানমন্ত্রী প্রধান সচিবেরল পদ থেকে তিনি এমনই সময়ে ইস্তফার ইচ্ছাপ্রকাশ করেন, যখন দেশের জিডিপির হার গত পাঁচ বছরে সর্বনিম্ন দাঁড়িয়েছে।
দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়ার সময়েই প্রধানমন্ত্রীর প্রধান সচিবের ইস্তফার ইচ্ছাপ্রকাশ বিশে, তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ। এদিকে প্রধানমন্ত্রী তাঁকে স্বপদে থাকার আর্জি জানানোর পাশাপাশি প্রাক্তন ক্যাবিনেট সচিব প্রদীপকুমার সিনহাকে শুক্রবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওএসডি (বিশেষ কর্তব্যরত) পদে নিযুক্ত করেছেন। প্রদীপ কুমার সিনহা ১৯৭৭ ব্যাচের উত্তর প্রদেশ-ক্যাডারের আইএএস অফিসার।
জিডিপি প্রবৃদ্ধির হার গত পাঁচ বছরের নিরিখে সর্বনিম্ন স্থানে নেমে যাওয়ায়, তা যে দেশের অর্থনীতিতে প্রভাব ফেলবে, তা বলার অপেক্ষা রাখে না। সরকারের উন্নয়ন পরিকল্পনায় বাধ সাধবে জিডিপির এই মহাপতন। মোদীর আচ্ছে দিনের স্বপ্ন ধাক্কা খেতে বাধ্য। তারপর নতুন করে ধাক্কা প্রধান সচিবের ছেড়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ।
Nripendra Misra,Principal Secretary to Prime Minister:Been a privilege to serve country under PM Modi ji. Deeply grateful to him for this opportunity&complete confidence he placed in me. Time now for me to move on,even as I remain devoted to public causes&national interest— ANI (@ANI) August 30, 2019
[সংবাদ একলব্য সংবাদটি সম্পাদনা করেনি, এটি নিউজফিড থেকে প্রাপ্ত এবং ছবিটি ইন্টারনেট থেকে সংগৃহীত ।]
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊