Latest News

6/recent/ticker-posts

Ad Code

ছাত্রী অসুস্থ হলেও হেলদোল নেই কলেজ কতৃপক্ষের

মধুসূদন রায়, ময়নাগুড়ি, ৩০ অগাস্টঃ  আজ জলপাইগুড়ির ময়নাগুড়ি কলেজে হঠাৎই অসুস্থ হয়ে পড়ে 'সুপ্রিয়া মোহন্ত, সাগরিকা মন্ডল' নামের দুই কলেজ ছাত্রী ।
ময়নাগুড়ি নগর সহ সম্পাদক তথা ময়নাগুড়ি কলেজ অবজারভার অলক রায় জানান- কলেজের তিন তলায় হঠাৎই অসুস্থ হয়ে পড়ে সুপ্রিয়া মোহন্ত ও সাগরিকা মন্ডল। খবর পেয়ে তখনই  ওই স্থানে উপস্থিত হয় ময়নাগুড়ি কলেজের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্ররা।
তাদের মধ্যে উপস্থিত ছিলেন কুলদীপ রায়,মোফিজুল হক,বিভাশ রায়,বিভূতি বর্মন ও আরও অনেকেই। কলেজ কতৃপক্ষকে জানানো হলেও কোন রকম সহযোগিতা পাওয়া যায়নি বলে অলক রায় জানান। কোন রকম সহযোগিতা না পাওয়ায় তারা  তৎক্ষণাত সেই দু-জন কলেজ ছাত্রীকে ময়নাগুড়ি কলেজ থেকে ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তারা ময়নাগুড়ি হাসপাতালে চিকিৎসাধীন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code