মধুসূদন রায়, ময়নাগুড়ি, ৩০ অগাস্টঃ  আজ জলপাইগুড়ির ময়নাগুড়ি কলেজে হঠাৎই অসুস্থ হয়ে পড়ে 'সুপ্রিয়া মোহন্ত, সাগরিকা মন্ডল' নামের দুই কলেজ ছাত্রী ।
ময়নাগুড়ি নগর সহ সম্পাদক তথা ময়নাগুড়ি কলেজ অবজারভার অলক রায় জানান- কলেজের তিন তলায় হঠাৎই অসুস্থ হয়ে পড়ে সুপ্রিয়া মোহন্ত ও সাগরিকা মন্ডল। খবর পেয়ে তখনই  ওই স্থানে উপস্থিত হয় ময়নাগুড়ি কলেজের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্ররা।
তাদের মধ্যে উপস্থিত ছিলেন কুলদীপ রায়,মোফিজুল হক,বিভাশ রায়,বিভূতি বর্মন ও আরও অনেকেই। কলেজ কতৃপক্ষকে জানানো হলেও কোন রকম সহযোগিতা পাওয়া যায়নি বলে অলক রায় জানান। কোন রকম সহযোগিতা না পাওয়ায় তারা  তৎক্ষণাত সেই দু-জন কলেজ ছাত্রীকে ময়নাগুড়ি কলেজ থেকে ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তারা ময়নাগুড়ি হাসপাতালে চিকিৎসাধীন।