নিউজ ডেস্কঃ পরনে তাদের স্কুল ইউনিফর্ম। পিঠে বইয়ের ব্যাগ। গলায় ঝুলছে আই কার্ডও। দৃশ্যতই, স্কুল থেকে বাড়ি ফিরছে বা স্কুলে যাচ্ছে তারা। আচমকাই সামনের ছেলেটি খানিকটা দৌড়ে এসে লাফ দিয়ে শূন্যে এক পাক ঘুরে, নিখুঁত কায়দায় মাটিতে ফিরল। তাকে দেখেই সটান ভল্ট দিল পেছনের মেয়েটিও। একটি নয়, পরপর দু'টি। আচমকা দেখলে মনে হবে, কিছু বুঝে ওঠার আগেই সিনেমার কোনও দৃশ্য চলে গেল চোখের সামনে, এতই নিখুঁত তাদের জিমন্যাস্টিক। সম্প্রতি এরকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যে ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন স্বয়ং নাদিয়া কোমানিচি! রোমানিয়ার এই মহিলা জিমন্যাস্টকে জিমন্যাস্টিক দুনিয়ার সম্রাজ্ঞী বলা হতো এক সময়ে। পাঁচ বার অলিম্পিক্সে সোনা জিতেছেন তিনি। এখন অবসর নিয়েছেন, ৬০ বছর বয়স তাঁর। তিনি টুইটারে ভিডিওটি শেয়ার করে লিখেছেন, 'দুর্দান্ত'! পরে কমেন্ট সেকশনে তিনি আরও প্রশংসা করেছেন এই ভিডিওটির। দেখুন সেই ভিডিও।




[সংবাদ একলব্য সংবাদটি সম্পাদনা করেনি, এটি নিউজফিড থেকে প্রাপ্ত এবং ছবিটি ইন্টারনেট থেকে সংগৃহীত ।]