সংবাদ একলব্য, ২৬ আগস্টঃ আজ থেকে শুরু হচ্ছে নির্মল বিদ্যালয় সপ্তাহ কর্মসূচি। চলবে ৩১ আগস্ট পর্যন্ত। মোট ছয়দিনে থাকবে বিভিন্ন রকম কর্মসূচি। কোচবিহার জেলার সমস্ত প্রাথমিক, উচ্চপ্রাথমিক, উচ্চবিদ্যালয়, এস এস কে, এম এস কে সহ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেই সপ্তাহ ব্যাপি এই নির্মল বিদ্যালয় সপ্তাহ কর্মসূচি চলবে।
আসুন জেনে নেই- কোনোদিন কি কি কর্মসূচি পালন করতে হবে- 

২৬, ০৮.২০১৯ : Launching of the Campaign

র‍্যালী সংগঠন, সমবেত ভাবে স্বাস্থ্যবিধান গান, শপথ বাক্য পাঠ, নির্মল বিদ্যালয়ের গুরুত্ব সম্পর্কে ভাষণ, শিশু সংসদের পুনর্গঠন, ক্লাসে নখ কাটা, হাত ধোয়ার পাঁচ-ধাপ সহ হাত পরিস্কার করা শেখানাে/দেখানাে ও মিড-ডে-মিল গ্রহনের আগে ও পরে তা পালন করা, স্কুলের খোলা স্থানে মল-মূত্র ত্যাগ বন্ধ করতে বিদ্যালয়ের ভূমিকা সম্পর্কে  আলোচনা।

২৭.০৮.২০১৯ : Activity Base Learning Day

সমবেত ভাবে স্বাস্থ্যবিধান গান, হাত ধোয়ার পাঁচ-ধাপ সহ হাত পরিষ্কার করা শেখানাে/দেখানাে ও মিডডে-মিল গ্রহনের আগে ও পরে তা পালন করা, Sanitary Survey, Sanitary Condition, ছাত্র-ছাত্রীদের বাড়ির পাণীয় জলের উৎস লিপিবদ্ধকরন, পাণীয় জলের গুণগত মান পরীক্ষা।

২৮.০৮.২০১৯ : Social Responsibility Day

সমবেত ভাবে স্বাস্থ্যবিধান গান, হাত ধােঁয়ার পাঁচ-ধাপ সহ্, হাত পরিস্কার করা শেখানাে/দেখানাে ও মিডডে-মিল গ্রহনের আগে ও পরে তা পালন করা, ক্লাসে প্লাস্টিক দূষণের গুরুত্ব সম্পর্কে আলােচনা, বিদ্যালয়ের সন্নিহিত প্লাস্টিক বর্জিত স্থান চিহ্নিতকরন তা দূরিকরনের জন্য প্রয়ােজনীয় পদক্ষেপ গ্রহন।

২৯,০৮.২০ ১৯ ; School to Community Bridging Day

সমবেত হয়ে স্বাস্থবিধান গান, হাত ধোয়ার পাঁচ-ধাপ সহ, হাত পরিষ্কার করা শেখানাে/দেখানাে ও মিডডে-মিল গ্রহনের আগে ও পরে তা পালন করা, বৃক্ষ রোপণ, 'House Hold Survey" (OOSC-এর কারন, টয়লেটহীন বাড়ি, খােলা স্থানে মলমূত্র ত্যাগ), গ্রামের মানুষ পরিবারের সচেতনতা বৃদ্ধি, "Social Map' তৈরী।

৩০/০৮২০১৯ : Leadership Development Day

সমবেত ভাবে স্বাস্থ্যবিধান গান, হাত ধোয়ার পাঁচ-ধাপ সহ হাত পরিস্কার করা শেখানাে/দেখানাে ও মিডডে-মিল গ্রহনের আগে ও পরে তা পালন করা, শিশু সংসদের দু’জন মন্ত্রীদের নিয়ে প্রধান শিক্ষক পঞ্চায়েত প্রধানের সাক্ষ/ মিটিং করতে যাবে (আলোচ্য বিষয় : House Hold Survey থেকে উঠে আসা সমস্যা, স্কুল সংলগ্ন রাস্তাঘাট, নিরাপত্তা জনিত ঝুকি, টয়লেট, জল প্রভৃতি)।

৩১/০৮/২০১৯ : Art and Aesthetics Appreciation Day
সমবেত ভাবে স্বাস্থ্যবিধান গান, হাত ধোয়ার পাঁচ-ধাপ সহ হাত পরিষ্কার করা শেখানাে / দেখানো ও মিড-ডে মিল গ্রহনের আগে ও পরে তা পালন করা, “বসে আঁকো প্রতিযােগিতা (সকাল ১১.৩০মি: থেকে ১.৩০মি:)।