সংবাদ একলব্য, ৩১ আগস্টঃ গত ২৬ আগস্ট থেকে শুরু হওয়া নির্মল বিদ্যালয় সপ্তাহ কর্মসূচির আজ ছিল শেষ দিন। । মোট ছয়দিনে ধরে  কোচবিহার জেলার সমস্ত প্রাথমিক, উচ্চপ্রাথমিক, উচ্চবিদ্যালয়, এস এস কে, এম এস কে সহ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেই  এই নির্মল বিদ্যালয় সপ্তাহ কর্মসূচি মহা ধূমধামের সাথে পালিত হয়। 
আলিপুরদুয়ার পশ্চিম কাঠালবাড়ী এডিশনাল  প্রাইমারী স্কুলে নির্মল বিদ্যালয় সপ্তাহের আজ ছিল শেষ দিন। বিদ্যালয়ের সহ-শিক্ষক শ্রী রাকেশ মজুমদার জানান- "আজ বিদ্যালয়ে নির্মল বিদ্যালয় সপ্তাহের শেষ দিনে ছাত্রছাত্রীরা  অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহন করে।"