সংবাদ একলব্য, ৩১ আগস্ট,২০১৯ঃ ১৯৫৯ এর খাদ্য আন্দোলনের অমর শহিদদের রক্তে রাঙা পতাকার মর্যাদা অক্ষুন্ন রাখতে ও শহিদদের লাল সেলাম জানিয়ে দিনহাটায় কৃষক সভা ও খেত মজুর ইউনিয়নের মিছিল হয় বিকাল ৪ টা নাগাদ । উপস্থিতি ছিলেন কৃষক নেতা তারাপদ বর্মন, তারা সাধন সিংহ, গৌরাঙ্গ পাইন, মনিন্দ্র চন্দ্র রায়, মুজিবর রহমান দিপক পাল, শুভ্রালোক দাস সহ অন্যান্য দলীয় কর্মী-সমর্থক। 
sfi এর রাজ্যসম্পাদক মন্ডলীর সদস্য কমঃ শুভ্রালোক দাস বলেন- " আজ থেকে ষাট বছর আগে পুলিশের হাতে নিহত অন্তত ৮০ জন গরীব মানুষের লাশের ভার আমার শহরকে বইতে হবে আমৃত্যু। এই শহরে হিন্দু-মুসলমান নির্বিশেষে গরীব কৃষক-ক্ষেতমজুররা লড়াইয়ের এক অনন্য ইতিহাস রচনা করে ছিল আজ থেকে ষাট বছর আগে, আজকের দিনেই। খাদ্যের দাবিতে শহিদের রক্ত চিহ্নিত সেই শহরে রামনবমীর নামে অস্ত্রের ঝঙ্কার কি মানায়? ক্লাবে ক্লাবে সরকারি টাকায় জাহান্নামের মোচ্ছব কি মানায়? আজ তাই খাদ্য আন্দোলনের শহিদদের নামে শপথ নেওয়ার দিন। তাদের আরব্ধ লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার কঠিন দায়িত্ব নিতে হবে নতুন প্রজন্মকেই।"