সংবাদ একলব্য, নাজিরহাট, ১৮ আগস্টঃ বিধায়ক উদয়ন গুহ এবং প্রাক্তন সাংসদ পার্থ প্রতিম রায়ের নেতৃত্বে বিজেপিতে যোগদেওয়া পঞ্চায়েতদের পুনরায় দলে ফিরিয়ে এনে নাজিরহাটে মিছিল করবার সময় একাধিক দোকান এবং আশ্রম ভাঙ্গার অভিযোগ উঠে বিধায়কের বিরুদ্ধে। আশ্রমিক বৃদ্ধা নিরোবালা অধিকারিকেও মারা হয় বলে অভিযোগ উঠেছে। একই সাথে বিজেপির পার্টি অফিস সহ একাধিক দোকান ভাঙচুর করা হয়। বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌছালেও নাজিরহাটের পার্শ্ববর্তি বিভিন্ন এলাকায় উত্তেজনার সংবাদ পাওয়া যায়। সারারাত বন্দুক-বোমার আওয়াজে আতঙ্কে কাটায় নাজিরহাটবাসি। রাতেই ১৪৪ ধারা ঘোষণা করা হয়।
অপরদিকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দোকান ভাঙচুর অভিযোগ তুলে অনির্দিষ্ট কালের জন্য বাজার বনধ ডাকে দিনহাটা ২ নম্বর ব্লকের নাজিরহাট ব্যবসায়ী সমিতি। আজ সকাল থেকে এই বনধ শুরু হয়েছে।
আজ বিজেপির জলপাইগুড়ি জেলা পর্যবেক্ষক দীপ্তিমান সেনগুপ্তের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান- ' উদয়ন গুহর নেতৃত্বে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা হয়েছে নাজিরহাটে।' তিনি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। পুলিশি সহযোগিতায় মিছিল দেওয়ার সময় কি করে দোকান এবং আশ্রমে ভাঙচুর হয়, তাও প্রশ্ন তোলেন তিনি।
বিধায়ক উদয়ন গুহর সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও, তাঁকে পাওয়া যায়নি।
বিধায়ক উদয়ন গুহর সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও, তাঁকে পাওয়া যায়নি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊