জয়ন্ত বর্মন, ফলিমারি,১৮ আগস্টঃ গতকাল  বড়ফালিমারী হরি সভা সঙ্ঘের পরিচালনায় ও ব্যাবস্থাপনায় অনুষ্টিত হল ১ম বর্ষ বাউল ও ভাওয়াইয়া সংগীত অনুষ্ঠান। এই অনুষ্ঠানের প্রধান শিল্পী ছিলেন মালদার রেমা দাসী ও তার সম্প্রদায়। স্থানীয় শিল্পী হিসেবে বুলন দেব সিংহ, কানু বর্মন,আলতাফ হোসেন ও আরও অনেকে ছিলেন।সন্ধ্যা থেকে অনুষ্ঠান শুরু হয় শেষ হয়। হরিসভা সংঘের সভাপতি শিবেন্দ্র রায় সিংহ(বাবলু) বলেন যে পরের বছর থেকে আরো বাইরের থেকে শিল্পী এনে অনুষ্ঠান টিকে সাফল্যমন্ডিত করবার ইচ্ছে আছে। দর্শকদের সার্বিক সহযোগিতা ও উপস্থিতিতে  অনুষ্ঠানটি সুষ্ঠ ভাবে সম্পূর্ণ হয়।