Latest News

6/recent/ticker-posts

Ad Code

কাল্পনিক ব্রহ্মান্ড-উৎপল বর্মন


কাল্পনিক ব্রহ্মান্ড
উৎপল বর্মন

অবাক কান্ড দেখি!
বাস্তবতার যুগে আবার কল্পনা!
না। কল্পনার বাস্তবতা
হারিয়ে যাওয়ার মাঝেই খুঁজে চলা,
নতুন করে বাঁচার নামই কল্পনা।

হয়ত ক, খ থেকে চন্দ্রবিন্দু
ABCD থেকে Z সবই বাস্তবতা
তাহলে?
এরই মাঝে প্রতিনিয়ত বেঁচে থাকাই কল্পনা।
হাসছো! হাসবেইতো এ যে রূঢ় বাস্তবতা।

বাস্তবতার সন্ধানে নিজেই নিজের জীবাশ্ম খুঁজে বের করে কল্পনা।
সময়,স্থান,অবস্থান সবই আজ রাজনীতি
অর্থনীতি র মোহে আচ্ছন্ন
আর এরই মাঝে বেঁচে থাকাই কল্পনা।

সারদা,নারদা, ব্যপম, কাট মানি এগুলো সবই বাস্তবতা
তবে প্রমাণ লোপাট কল্পনা।
আজ গোটা বিশ্ব বাস্তবতার নামে নিজেই নিজেকে জিইয়ে রেখেছে কল্পনার স্নিগ্ধতায়,
কাল্পনিক ব্রহ্মাণ্ডে সবই বাস্তবতা।
আমি গেলাম কল্পনায়। তুমি?


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code