ছেড়ে আসা ঘর
উত্তম মণ্ডল
১
যে ঘরে থাকি না এখন
তার দরজা খুললে, ইলেট্রিকের সুইচ ছুঁলে,
জানালার ছিটকিনি নামালে
ভেন্টিলেশন থেকে বেরিয়ে আসে একটা শরীর
ফুসফুসে ঢোকে একবুক অক্সিজেন ।
২
ঝাড়ু হাতে কোনের দিকে এগিয়ে গেলে দেখি-
দুটো মাকড়সা জুড়ে দিচ্ছে ছেঁড়া জাল।
ওদের বলি, "এটা ছেড়ে বানিয়ে নিচ্ছো না কেন নতুন? "
ওরা বলে, "ছেড়ে যাওয়া তো পোকামাকড়ের কম্ম না। "
৩
ঠাকুরের মূর্তিদের আক্ষেপ
ধূলো ময়লার প্রলেপ নয়, ধূপ সন্ধ্যেও না
ওরা চায়, জ্বলুক আলো, ঢুকুক বাতাস,
মেঝেতে থুপথাপ পড়ুক পরিচিত পা।
৪
পাতা বিছানায় শরীর ছোঁয়ালে বোঝা যায়- আলিঙ্গন, মা যেমন ডাকতো ছোটবেলায়।
দেওয়ালে ফুটে থাকে রঙিন হাসি,
খুশি,শিথিল বোঁটার মত খসে খসে পড়ে বিছানায়।
৫
বিদায় নিলে টের পাই
অশ্রুবিন্দু, সিলিং এর মুড অফ
দেয়াল বলে, "নিয়ে যাও না কেন আমায়?"
কাঁধে হাত রাখি, বলি- "যাই তো, সযত্নে সাজিয়ে, মনিকোঠায়, নিয়ে যাই তো-



0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊