Latest News

6/recent/ticker-posts

Ad Code

জ্বলছে আমাজন-সুস্মিতা ঘোষ


জ্বলছে আমাজন
সুস্মিতা ঘোষ



যেদিন সব সম্পর্কের মধ্য থেকে 
লাল মুছে ধূসর হবে,
দূরত্ব সময়ের বিভাজনটাকে করোটিতে ছড়িয়ে দেবে,
যখন অসহ্য কোনো ভাবনা
নিকোটিনের ধোঁয়া সেজে দূষণ ছড়াবে এ বুকে,
চোখের নীচের চিন্তার কালোটা বোঝাবে তোমার একাকীত্ব -
মুখের হাসিটা বড্ড বেশি মেকি মনে হবে
বাঁধন ছিঁড়ে যাবার পর তীব্র যন্ত্রণায় যখন তোমার হৃদয় ,
ব‍্যভিচারী না হয়ে বেহিসাবি হবে ;
মানুষ সেদিন ভালোবাসা আগলাতে চাইবে।

ভালোবাসা বেঁচে থাকার অক্সিজেন।

সবুজে আবেগ আছে ,আছে স্বস্তি; 
যখন মৃত্তিকার বুক জ্বলে তোমার ,আমার,আমাদের হিংসায়
বলতে পারো কী চেয়েছিল সে ?
বলতে পারো কী দিয়েছি আমরা তাকে ?
নারী সে ,
মাও বটে ।
ভালোবাসায় সবুজ করেছে সবই
বদলে দিইনি কিছুই ফিরিয়ে ,
অভিশাপ ছাড়া।


কিন্তু যেদিন পৃথিবীর শেষ গাছটা কাটা হবে
অক্সিজেনের জন্য আমি ,তুমি বা আমাদের মতো সবাই একে অপরের সাথে যুদ্ধে নামবে
তুমি কি সেদিন সব হারানোর ভয় নিয়ে
শুষে নিতে পারবে স্বস্তির অক্সিজেন?
শেষ অক্সিজেনটুকুর দিকে লোলুপ দৃষ্টিতে তোমার সাথে সাথে তাকিয়ে থাকবে তোমার আপনজনেরা
সেদিন তুমিও জ্বলবে আমাজনের মতো আত্মানলে
বুঝবে সেদিন অক্সিজেনটাই আগে দরকার ।
ভালোবাসা নয় পরে হবে !

সেদিন হয়তো মাটির পুরু স্তরের নীচ থেকে জীবাশ্ম হতে চলা শেষ পাতাটা 
যদি এসে ঠাট্টার সুরে বলে ,"দীর্ঘজীবী হও" !
নিরুত্তর থেকে সেদিনও অনুভব করবে সবটা একই ভাবেও ।
হপ্তা খানেক জ্বলতে পারবে নিজের দেওয়া অভিশাপে ?
রবি ঠাকুর নেই ,তবু 'প্রশ্ন' উঠবে তখনও।
সেদিন তবে উপসংহার লেখার সময় এলেও আর
ইতিহাস লেখা হবে না-
আর না পড়ার কেউ থাকবে।
সেদিন আমরা ধ্বংসের দিকে তাকিয়ে অন্তিম মুহূর্ত আসার অপেক্ষা করবো,
কারণ আগে থেকেই চিতায় পুড়তে হবে আমাদের একইভাবে !

শুনেছি সময় খালি হাতে কাউকে ফেরায় না।
সবুজের মরণ বিফল হবে কি ?
সবুজ কাঁদছে ,
সব কালো হবার আগে মানবতার অক্সিজেনটুকু তাকে দাও।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code