প্রেরণা
রাণা চ্যাটার্জী
কলম ধরিয়েছো তুমি....
কত কাল বেকার চ্যাট,বাক রুদ্ধ টান টান কথার
নেশায় বুঁদ হয়ে রাত জাগরণ।
কথার পিঠে কথা,চৌম্বকীয় আকর্ষণ,শব্দ চয়ন, সুর,শৈলীতে মুগ্ধতায়,কিছু লিখতে আমায়
উৎসাহ,আঁকি বুঁকি কাটতে এগিয়েছিলে।
নিয়ম মেনে ,সেই বসে পড়া রোজ ,মনের কথা,
আশেপাশের ঘটে যাওয়া বিষয় কল্পনা, রংতুলিতে
ভাব প্রকাশের দিন শুরু।
তোমার হাত ধরেই দু চার ম্যাগাজিনে কলম ছাপ,এগিয়ে যাওয়া,কাছের মানুষ গুলোর
কমেন্ট,উৎসাহ, লাইক।
সেগুলোই যে তোমার রাগের কারণ হয়ে উঠবে
ভাবিনি একেবারেও।
অবজ্ঞা করিনি বলে বলে আমি ক্লান্ত,পরিশান্ত।
তবু অবহেলা তত্ত্ব,অভিমানের পশলা বৃষ্টি।
"পাশে কেউ থাকবে না "অভিসম্পাত উদাস করে ,
প্রতিদিনের নিয়ম মেনে চ্যাট,গল্পে ভাটা পড়ছিল জানি,তবু আসে নি মনে,এমন পরিনতি ভাবনা।
"কেন যে লেখার উৎসাহ দিতে গেলাম"এই তোমার আক্ষেপ, নিশাচর রাতে চুপ দিলেই ধ্বনিত!
উৎসাহ,পথ পাল্টে তোমার আমি কে সাহিত্যে ,
বুঁদ করে আপনভোলা করে তুলেছে জানি!
তবু হেঁটে পার হয়ে এসে গেছি অনেকটা পথ,
কালির গন্ধ মেখে,কাগজের ভিড়ে..
তাজা স্মৃতি রোজ ডেকে ঘুম পাড়ায়, ঘড়ির কাঁটা অবিরাম টিক টিকে করে,"বন্ধু চলে যাবার"ভ্রূকুটি!
আমার কলম তখনও বিন্দু বিন্দু ভাবনার
কোলাজে দেয় পান কৌড়ি ডুব। সাড়া পাই না,
দাঁতে,দাঁত চেপে সরে যাবার প্রতিজ্ঞা প্রাণ পায়,
তবু রোজ আসো,উদাসিনী মেঘ হয়ে পাশে।


0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊