Latest News

6/recent/ticker-posts

Ad Code

মাথাভাঙ্গার স্বর্গীয় সৌভিক কুন্ডুর স্মৃতির উদ্দেশ্যে বস্ত্রদান করলেন পিতা সুজিত কুন্ডু


অন্বেষিকা দাস,২৫ আগস্টঃ  স্বর্গীয়  সৌভিক কুন্ডুর স্মৃতির উদ্দেশ্যে পাতলাখাওয়া জ্ঞানদীপ প্রতিবন্ধী  বিদ্যালয়ে ৪৫জন প্রতিবন্ধী ছাত্র ছাত্রীদের মধ্যে বস্ত্রবিতরণ করেন মাথাভাঙ্গার স্বর্গীয়  সৌভিক কুন্ডুর পরিবার। উপস্থিত ছিলেন সৌভিকের  পিতা মাননীয় শ্রী সুজিত কুন্ডু,মা,বোন, আর-জি-এল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় শ্রীঅলক চন্দ্র ভাট সহ অন্যান্য সম্মানীয় ব্যক্তি।
স্বর্গীয় সৌভিক কুন্ডুর পিতা সুজিত কুন্ডু জানান যে তার ছেলে ছোটোবেলা থেকে সমাজসেবামূলক কাজে যুক্ত ছিলেন কিন্তু ৮আগষ্ট হঠাৎ হৃদরোগে আক্রান্ত  হয়ে সকলের মায়ামমতা ত্যাগ করে চলে যায় ,তাই ছেলের এই অসম্পূর্ণ কাজকে বিভিন্ন সমাজসেবামূলক কাজের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার  প্রয়াস চালাচ্ছেন বাবা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code