তুষ্টি
শান্তা ভৌমিক
বিদেহী আত্মার কাছে গিয়ে কতবার ফেরত এসে পড়েছি ,
পায়ের কাছে লুটিয়ে পড়েছে আস্ত একটা সমস্যা !
শিয়রে ভাঙা স্বপ্নদেহ বনাম আদর ;
কিছু প্রয়োজনীয় বিকেলে স্নান করে এলিয়ে দি মাথা ;
সীমানা গাছের নিচে চাপা পড়ে যায় ক্ষোভ ,
গায়ে পাথর এসে পড়ে...
একত্রিত আত্মারা দূরে সরে যেতে থাকে ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊