Latest News

6/recent/ticker-posts

Ad Code

অ্যামাজন অগ্নিকাণ্ডের ঘটনায় ব্রাজিলিয়ান দূতাবাসগুলি বিশ্বব্যাপী ঘেরাও ও প্রতিবাদ

সংবাদ একলব্য, ২৫ আগস্টঃ গত শুক্রবার অ্যামাজনকে রক্ষা করতে জার বলসোনারোর ব্যর্থতার কারণে আন্তর্জাতিক বিক্ষোভ হিসাবে বিক্ষোভকারীরা বিশ্বজুড়ে ব্রাজিলের দূতাবাসগুলিতে অবরোধ করে। শুক্রবার সেন্ট্রাল লন্ডনে ব্রাজিলের দূতাবাসের বাইরে কয়েকশ বিক্ষোভকারী প্ল্যাকার্ডগুলি হাতে বিক্ষোভ দেখায়। তাঁরা জানায়- "গ্রহের উন্নতির দাবিদাররা আমাদের ঘরে আগুন লাগছে" "বলসোনারো বন ধ্বংস করতে চায় ... এবং আমরা এটা চাই না" ।
মেক্সিকো সিটি ও প্যারিসে ব্রাজিলের দূতাবাসের বাইরেও সমাবেশ ছিল, যেখানে বিক্ষোভকারীরা ফোরা বলসোনারোর বিরুদ্ধে স্লোগান তোলে।  বিক্ষোভকারীরা জেনেভাতে ব্রাজিলিয়ান কনস্যুলেটকেও ঘিরে রেখেছিল এবং অ্যাডেলেড, লিসবন, স্টকহোম, বোস্টন এবং ফ্লোরিডা সহ আরও শহরে মিছিল করে প্রতিবাদ জানায়। 
জানাযায় লাতিন আমেরিকার হুঁয়াওরানি উপজাতির সাথে ইক্যুয়েডরের এক বহুজাতিক তেল কোম্পানির দুই বছর ব্যাপী আইনি লড়াইয়ে সে দেশের আদালত গত মাসে  উপজাতিদের পক্ষে রায় দেয় । লড়াইটির উদ্দেশ্য ছিল আমাজন রেইনফরেস্টকে কর্পোরেট দুনিয়ার হাত থেকে বাঁচানো । ইক্যুয়েডরের সরকার আমাজনের বনভূমির একটা বড় অংশ তেল সংস্থাটির কাছে নিলামে বেচে দিয়েছিল । আদালতে হেরে যাওয়ার পর এরাই সম্ভবত "পৃথিবীর ফুসফুসে" আগুন লাগিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। যার জেরে পুড়ে গেছে কয়েক হাজার হেক্টর বনভূমি, অসংখ্য গাছ আর পশু পাখি।সমস্ত পৃথিবীর 20% অক্সিজেন একা সরবারহ করে আমাজন রেইনফরেস্ট, তাই একে পৃথিবীর ফুসফুস বলা হয় । 
আমাজন রক্ষার জন্য সমস্ত বিশ্ববাসি আজ এক হয়ে প্রতিবাদে সামিল হয়েছে। 


বিস্তারিত দেখুন ভিডিওতে- source: gurdian 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code