Latest News

6/recent/ticker-posts

Ad Code

ললিত বর্মন- এক অন্ধ শিল্পীর দুঃখ কথা


বিশ্বজিৎ বর্মন, ২৫ আগষ্টঃ  মানুষ হলেই যে সবার মানবিকতা সমান থাকবে এই আশা বর্তমান সুশিক্ষিত সমাজের কাছে না করাই শ্রেয় । তার একটি প্রকৃষ্ট উদাহরণ অন্ধ শিল্পী ললিত বর্মন ।এক অন্ধ দম্পতির নিদারুণ কাহিনী।ভাগ্যের পরিহাস হয়তো একেই বলে।বাড়ী হাজরাহাট 1নং অঞ্চল  (শুংশুঙি বাজার) মাথাভাঙা,  কোচবিহার । বাঁশ ঝাড়ের নীচে কয়েকটি টিনের ছাউনি দিয়ে একটি ছাপড়া ঘর, কখন যে দমকা হাওয়ায় উড়ে যাবে তার কোন ঠিক নেই ।নোংরা আবর্জনায় ভর্তি থাকে তার উঠোন ।
এমন কঠিন জীবন যাপন দেখা সত্বেও এলাকার পঞ্চায়েত প্রধান বা কোন সরকারি আধিকারিক তার প্রতি সদয় হতে পারেন নি।পাননি কোন সরকারি আবাসন, পাননি অন্ধ হিসাবে বিকলাঙ্গ শংসাপত্র ।উপযুক্ত একজন ভাওয়াইয়া ও বাউল শিল্পী হওয়া সত্ত্বেও জোটেনি কোন শিল্পীভাতা।একজন সহৃদয়বান প্রতিবেশী শিল্পী শ্রী মনিন্দ্র বর্মন এই অন্ধ শিল্পীর জন্য সবার কাছে সাহায্য প্রার্থনা করছেন ।তিনি বলেন,  আমিও একজন ক্ষুদ্র শিল্পী তাই আপনাদের সবার কাছে আমার অনুরোধ আপনারা যে যেমন পারেন সাহায্যের হাত বাড়িয়ে দেবেন ।আপনাদের এই মুল্যবান  সাহায্যে ললিত বাবুর জীবনে একটু হলেও শান্তির কারণ হবে।
শিল্পী ললিত বাবুর কোন ব্যাংক একাউন্ট না থাকায় ওনার নির্দেশেই শিল্পী মনিন্দ্র বর্মন মহাশয়ের একাউন্ট নম্বর টি দেওয়া হল -
MANINDRA BARMAN
MOBILE NO:- 6295745597
A/ C NO- 32385007045
IFSC CODE:- SBIN0008924

আসুন শুনেনেই শিল্পীর গলায় একটি গান-

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code